Header Ads

পথ দুর্ঘটনায় 2 পুলিশ কর্মী সহ তিনজন নিহত


নকুল রায়, গুয়াহাটি, 25 ডিসেম্বরঃ বুধবার ভোরে অসমের দরং জেলার সিপাজারে ঘন কুয়াশার ফলে চালক কিছু দেখতে না পাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়েফেলে এবং ওয়াগন আর (নম্বর এএস১৩এফ4424) গাড়িটি জলাশয়ে পড়ে যায় জানা গেছে, সেই গাড়িটিতে দুই পুলিশকর্মী সহ আরও তিনজন ছিলেন নিহত তিনজন হলেন, লাউজনের মিন্টু নাথ এবং সিপাজার পুলিশ ব্যাটালিয়নের চন্দ্রকান্ত দাস ও প্রাণজিৎ নাথ।

No comments

Powered by Blogger.