Header Ads

আইন ভেঙে পুলিশ হেফাজতে সিপিএম মহাসচিব সীতারাম ইয়েচুরি !!


বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সমস্ত বাম দল আর মুসলিম সংগঠন আজ আইন অমান্যের ডাক দিয়েছে। উত্তর প্রদেশ, বিহার সমেত বেঙ্গালুরুতে-এর প্রভাব নজরে পড়ে। মূলতঃ বাম দলের ডাকা এই আইন অমান্য আন্দোলনে বিজেপি বিরোধীরা সমর্থন জানিয়েছে। অন্যদিকে, দিল্লীতে বিক্ষোভ প্রদর্শন থেকে আপ নেতা যোগেন্দ্র যাদবকে গ্রেফতার করেছে পুলিশ।
যোগেন্দ্র যাদব বলেন, পুলিশ এক হাজারের বেশি মানুষকে গ্রেফতার করেছে। জওহরলাল বিশ্ববিদ্যালয় ছাত্রসঙ্ঘের প্রাক্তন নেতা উমর খালিদকেও গ্রেফতার করেছে পুলিশ। লাল কেল্লা থেকেই যোগেন্দ্র যাদব আর উমর খালিদকে গ্রেফতার করা হয়।
ভারতীয় কমিউনিস্ট পার্টির মহা সচিব সীতারাম ইয়েচুরি মণ্ডি হাউসের পাশে নাগরিকত্ব আইন আর এনআরসি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, দিল্লী পুলিশ ওঁকে মণ্ডি হাউসের সামনে থেকে গ্রেফতার করে। আরেকদিকে, ব্যাঙ্গালুরুতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে ব্যাঙ্গালুরু পুলিশ গ্রেফতার করেছে।
এই আইনের বিরোধিতায় কংগ্রেস নেতা আর কর্মীরাও রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত তার স্ত্রী মোনা সমেত অনেক নেতাদেরই হেফাজতে নিয়েছে পুলিশ। আরেকদিকে কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া মোদী সরকারকে আক্রমণ করে বলেন, মেট্রো স্টেশন বন্ধ। ইন্টারনেট বন্ধ, সব জায়গায় ১৪৪ ধারা লাগু করা হয়েছে। কোথাও আওয়াজ তোলার অনুমতি নেই, যারা আজ ট্যাক্স পেয়ার্সদের পয়সা খরচ করে কোটি কোটি টাকার বিজ্ঞাপন লাগিয়ে মানুষকে বোঝানোর জন্য উঠেপড়ে লেগেছে, তারাই আজ জনতার আওয়াজ শুনে এতটাই ভয় পেয়ে গেছে যে, তারা জনতার আওয়াজ বন্ধ করে দিচ্ছে !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.