এই ভাবনটা দলের কার্যকর্তাসবার মিলনস্থল হিসেবে পরিগণিত হবে :মুখ্যমন্ত্রী ।
নয়া ঠাহর প্রতিবেদন। নগরের বৈশিষ্ট্য তে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশের নতুন মুখ্য কার্যালয়ের শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাথে ছিলেন রাজ্যিক সভাপতি রঞ্জিত দাস, মন্ত্রী নব কুমার দলে দিসপুর সমষ্টির বিধায়ক অতুল বরা, ড০ নোমল মোমিন ও রাজ্যিক সাংগঠনিক সম্পাদক ফনিন্দ্র শর্মা।
কোন মন্তব্য নেই