শান্তি ও সমৃদ্ধির জন্য ভারতের সঙ্গে কাজ করার ইচ্ছা প্ৰকাশ করেছেন শ্ৰীলঙ্কার নতুন প্ৰধানমন্ত্ৰী মহিন্দা রাজাপক্ষা
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির সঙ্গে ভারত এবং দ্বিপরাষ্ট্ৰ শ্ৰীলঙ্কায় শান্তি এবং সমৃদ্ধির জন্য কাজ করে যাওয়ার ইচ্ছা প্ৰকাশ করেছেন শ্ৰীলঙ্কার নতুন প্ৰধানমন্ত্ৰী মহিন্দা রাজাপক্ষা। বৃহস্পতিবার সেদেশের প্ৰধানমন্ত্ৰী পদে শপথ নিয়েছেন তিনি। ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি মহিন্দা রাজাপক্ষাকে শুভেচ্ছা বাৰ্তা দিয়েছেন পরিবৰ্তে মোদিকে তিনি ট্যুইটে ধন্যবাদ জানিয়েছেন।
প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির সঙ্গে ভারত এবং দ্বিপরাষ্ট্ৰ শ্ৰীলঙ্কায় শান্তি এবং সমৃদ্ধির জন্য কাজ করে যাওয়ার ইচ্ছা প্ৰকাশ করেছেন শ্ৰীলঙ্কার নতুন প্ৰধানমন্ত্ৰী মহিন্দা রাজাপক্ষা। বৃহস্পতিবার সেদেশের প্ৰধানমন্ত্ৰী পদে শপথ নিয়েছেন তিনি। ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি মহিন্দা রাজাপক্ষাকে শুভেচ্ছা বাৰ্তা দিয়েছেন পরিবৰ্তে মোদিকে তিনি ট্যুইটে ধন্যবাদ জানিয়েছেন।
ফাইল ছবি, সৌঃ ইন্টারনেট
চলতি মাসের ২৯ নভেম্বর ভারত সফরে আসার জন্য শ্ৰীলঙ্কার রাষ্ট্ৰপতি গোতাবায়কে আমন্ত্ৰণ জানিয়েছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। গোতাবায়া প্ৰধানমন্ত্ৰী মোদির আমন্ত্ৰণ গ্ৰহণ করেছেন। প্ৰসঙ্গত, প্রধানমন্ত্রীর পদ থেকে রনিল বিক্রমাসিংহ ইস্তফা দিতেই দাদা মাহিন্দা রাজাপক্ষেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ। গত শনিবারই ব্যাপক জনমত নিয়ে সিংহলের কুর্সিতে বসেন গোতাবায়া। প্রায় ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি।
গোতাবায়া হারান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ডেপুটি সাজিত প্রেমাদাসকে। গোতাবায়া ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন বিক্রমাসিংহ। এক বিবৃতিতে জানান, নয়া রাষ্ট্রপতিরা হতেই নতুন সরকার গড়ার দায়িত্ব দেওয়া হল। ইস্তফার সিদ্ধান্ত আগামিকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। উল্লেখ্য, গত অক্টোবরে এই রনিল বিক্রমাসিংহের সঙ্গে প্রধানমন্ত্রী পদ নিয়ে চাপানউতর তৈরি হয়েছিল শ্রীলঙ্কার রাজনীতিতে।









কোন মন্তব্য নেই