Header Ads

আইআইটি গুয়াহাটির ছাত্রাবাসে জাপানের ছাত্রের আত্মহত্যা



নয়া ঠাহর প্রতিবেদন।ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান গুয়াহাটিতে।বৃহস্পতিবার জাপানের এক  ছাত্রের আত্মহত্যা করার ঘটনাকে নিয়ে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়।সুদূর  জাপান থেকে গুয়াহাটির আইআইটিতে  অধ্যয়ন করতে এসেছিল বায়ো ইঞ্জিনিয়ারিং এর মেধাবী ছাত্র কোটা আনোদা।এদিন নিজের ছাত্রাবাসেরর ১৪৩ নম্বর কোঠাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ছাত্রটি। আত্মহত্যার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি ।যদিও ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠান বিদেশের ছাত্রের আত্মত্যার ঘটনা তীব্র চঞ্চলের সৃষ্টি করেছে।ছাত্রটি জাপানের জিআইএফযু বিশ্ববিদ্যালয় থেকে আইআইটি গুয়াহাটিতে  উচ্চ শিক্ষার জন্য এসেছিল।উল্লেখ্য যে  আগেও অনেক মেধাবী ছাত্র ছাত্রীদের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে গুয়াহাটির আইএইটিতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.