Header Ads

মাধ্যমিক পাশ, বছরে ৫ লাখ টাকার কম আয়ের পরিবারগুলো বিয়েতে ১ তোলা সোনা হিসাবে ৩০ হাজার করে পাবে, ১ জানুয়ারি থেকে বাস্তবায়িত হবে বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা

অমল গুপ্ত,   গুয়াহাটি

 বিবাহ করার উপযুক্ত, ১৮ বছরের বেশি কন্যা ২১ বছরের বেশি পাত্র, যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীৰ্ণ, তাদেরকে ১ তোলা করে সোনার দাম  হিসাবে ৩০ হাজার টাকা তাদের ব্যাংক আকাউন্টে জমা দেওয়া হবে। তবে ১৯৫৪ সালের বিশেষ ম্যারেজ আইন অনুযায়ী সেই বিবাহ   রেজিস্ট্রেশন করতে হবে, চা বাগানের কর্মীদের ক্ষেত্রে বা চা সম্প্রদায়ের ক্ষেত্রে মাধ্যমিক পাশের প্রয়োজন নেই।


 ছবি, সৌঃ ইন্টারনেট
অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত বাজেট বক্তৃতায় বিয়েতে সোনা উপহারের এই অরুন্ধতী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন, এতদিনে এই প্রকল্প ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কাৰ্যকর করার কথা জানান হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল ক্যাবিনেট কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। অর্থমন্ত্রী জানান এই প্রকল্পটির জন্য সরকারের বছরে ৮০০ কোটি টাকা ব্যয় হবে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে রেজিস্ট্রি ভুক্ত পাত্র কন্যাদেরও এই সুযোগ দেওয়া হবে। প্রতি জেলার সার্কেল অফিসারদের উদ্যোগে এই ব্যবস্থা কার্যকরি করা হবে। মন্ত্রী জানান সরকারের জন্য সংখ্যা নীতি সফল রূপায়ণের লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে পরিবারের বছরে আয় ৫ লাখ টাকার কম, কেবল সেইপরিবার গুলো এই সুযোগ পাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.