Header Ads

মঙ্গল গ্ৰহে মিলল প্ৰাণের সন্ধান, হুরোহুড়ি বিজ্ঞানীমহলে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ মঙ্গল গ্রহের মাটিতে সন্ধিপদ প্রাণীদের জীবাশ্মের সন্ধান মিলেছে এ কথা জানিয়েছেন আমেরিকার ওহিয়ো বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজিস্ট অধ্যাপক এমিরেটাস উইলিয়াম রোমোসা। মঙ্গলযান মিস কৌতুহলের (Curiosity Rover) তোলা একাধিক ছবির চুলচেরা বিশ্লেষণ করে অধ্যাপক রোমোসা বলেছেন, মঙ্গলের মাটিতে ফসিল হয়ে আছে কিছু পতঙ্গের কঙ্কাল। সেই জীবাশ্মের গঠনে ফুটে উঠেছে এক জোড়া ডানার মতো আকার, মাথা-বুক-উদরের মতো গঠন। একজোড়া শুঁড়ও ছিল সেই দেহে এটাও স্পষ্ট। এর থেকেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে হয়তো একসময় মঙ্গল গ্রহের মাটিতে চলাফেরা করত এরা।

প্ৰতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
মার্কিন বিজ্ঞানীদের এই পর্যবেক্ষণ ‘এন্টোমোলজিক্যাল সোসাইটি অব আমেরিকা’র ন্যাশনাল কনফারেন্সে প্রথম জানানো হয়। মঙ্গলে পোকা মিলেছে, এই খবর ছড়াতেই হুড়োহুড়ি পড়ে যায় বিজ্ঞানী মহলে। তবে রোমোসার পর্যবেক্ষণের সত্যতা নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। অনেক বিজ্ঞানীই বলেছেন মঙ্গলের মাটিতে দৃষ্টিভ্রম আগেও অনেকবার হয়েছে। লাল গ্রহের উত্তরে জমাট পুঞ্জীভূত মেঘ দেখে মনে হয়েছে জলের ধারা। মঙ্গলে দেখা যায় একরকম, কিন্তু বাস্তবে সেটা একেবারেই আলাদা। লাল গ্রহের যে জায়গার মাটিতে এমন জীবাশ্মের ছবি উঠেছে বলে বিজ্ঞানীরা দাবি করছেন, সেখানকার আরও পরিষ্কার ছবি দরকার। তবেই রহস্যের উদঘাটন সম্ভব।

মঙ্গলে রহস্যভেদ করার চেষ্টা বহু বছর ধরেই করছে রাশিয়ার ROSCOSMOS, মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা (NASA) এবং ইউরোপীয়ান স্পেস এজেন্সির (ESA) মতো মহাকাশ গবেষণা সংস্থা। সেই তালিকায় যোগ হয়েছে ইসরোর Mars Orbiter Mission (MOM) ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.