Header Ads

গ্রামে গ্রামে গো পূজা উত্তর কাটিগড়ায়

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : সম্পূর্ণ দেশ জুড়েই গো পালন তথা জৈবিক কৃষির উপর জোর দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এর জন্য সর্ব ভারতীয় স্তর থেকে গ্রাম পর্যায়ে গঠন করা হয়েছে গো সেবা সমিতি। হাতে নেওয়া হয়েছে বছর ব্যাপী বিভিন্ন কার্যক্রম। এরই অঙ্গ হিসাবে বরাকের অন্যান্য স্থানের সাথে বুধবার উত্তর কাটিগড়ার বিভিন্ন গ্রামে সম্পন্ন হলো গোপূজন ও গোসংবর্ধন সভা। 
কার্তিক সংক্রান্তি বা কাতি বিহু উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের শুরু হয় রবিবার থেকে। এতে গড়েরভিতর, বিহাড়া, বুরুঙ্গা, সেউতি, সোনাপুর ও ভাঙ্গারপার এলাকার প্রায় চার শতাধিক বাড়ীতে গোপূজন করা হয়েছে। এছাড়া কিছু কিছু গ্রামে সভা আয়োজন করে জৈবিক কৃষি তথা গো পালন ও এর সাথে জড়িত সামাজিক ও আর্থিক দিকগুলি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন খণ্ড গোসেবা প্রমুখ রাধাকান্ত শুক্লবৈদ্য, পাপ্পু নাথ, বিমল সিনহা, হরেন্দ্র সিংহ, স্বরূপ সরকার, বিজয় উরাং, মিলন সরকার, রতন সিনহা, বুধেন্দ্র মুণ্ডা, পাপ্লু মুণ্ডা ও অঞ্জু বিশ্বাস প্রমূখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.