Header Ads

নদী উৎসব পুষ্কর সম্পন্ন



নয়া ঠাহর প্রতিবেদন। শেষ হলো নদী উৎসব পুস্কর। বিগত ৫ ই নভেম্বর থেকে ভারলুমুখ স্থিত সোনারাম ময়দানের ব্রহ্মপুত্র কিনারে শুরু হয়েছিল পুষ্কর নদী উৎসবের। মহা লক্ষ্মী চ্যারিটেবল ট্রাস্ট চেন্নাই আর  তিরুপতি বালাজি  সেবা সমিতি গুয়াহাটির সহযোগিতায় প্রথমবারের মতো অসমে এই উৎসব অনুষ্ঠিত হয় ।১২ দিন ধরে চলছিল এই উৎসব ।এই সময় লাখো লোক স্নান করেছে ।উদ্যোক্তাদের  কথায় এই উৎসব চলাকালীন শুক্লেস্বর ঘাট ও উমা নন্দ ঘাটে সবচেয়ে বেশি স্নান করেছে। এই উপলক্ষে প্রতিদিনই করা হয়েছে হোম ,যজ্ঞ ব্রহ্মপুত্রের আরতি। দেশের রাষ্ট্রীয় ঐক্য গড়ে তুলতে তথা সাংস্কৃতিক আদান প্রদানের উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.