বদরপুরে রেল ডিভিশনের দাবি, আন্দোলনের ইঙ্গিত
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : বদরপুরে রেল ডিভিশন স্থাপনের দাবিতে পথে নামলেন রেল ডিভিশন ডিমান্ড কমিটি সহ স্থানীয় জনগণ। জিএম- কে পাঠালেন স্মারক, করলেন গেট মিটিংও। ইঙ্গিত দিলেন আগামীতে বড় আন্দোলনের
বদরপুরে রেল ডিভিশন স্থাপনের দাবি দীর্ঘ দিনের। এই দাবি আদায়ের জন্য জনগণ ইতিমধ্যে অনেক আন্দোলন করেছেন। সংসদের ভিতরে বাইরে এনিয়ে সাংসদরা দাবিও জানিয়েছেন। কিন্তু রেল মন্ত্রনালয় তাতে কান দেয়নি। সম্প্রতি রেল ডিভিশন শিলচরে হবে এরকম এক সংবাদ শুনে গোঠা বদরপুরের মানুষ হতবাক হয়ে পড়েন। আর সময় নষ্ট না করে বদরপুরে রেল ডিভিশনের দাবিকে জোরদার করার লক্ষে মাঠে নেমে পড়েন।
মঙ্গলবার বদরপুর রেলওয়ে ডিভিশন ইমপ্লিমেনটেশন ডিমান্ড কমিটি এবং গ্রেটার বদরপুর রেলওয়ে ডিভিশন ডিমান্ড কমিটির কর্মকর্তারা বদরপুরের রেলওয়ে এরিয়া ম্যানেজারের সঙ্গে দেখা করে এন এফ রেলের মালি গাঁওয়ের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে পৃথক পৃথক স্বারক পত্র প্রদান করেন।স্বারক পত্র দুটিতে দুই কমিটির কর্মকর্তারা উল্লেখ করেন,বদরপুরে রেল ডিবিশন হওয়ার মত প্রচুর পরিমানে রেলের জমি রয়েছে, যা শিলচরে নেই। তাছাড়া বরাক উপত্যকার মধ্যবর্তী স্হান হচ্ছে বদরপুর। এখান থেকে ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর ইত্যাদি রাজ্যর সঙ্গে যোগাযোগ সহজ। এছাড়া এতদিন রেলওয়ে কর্তৃপক্ষ বারবার বদরপুরে ডিভিশন স্থাপনের কথা বললেও হঠাৎ করে কোন চাপে মত বদল করে শিলচরে করার প্রয়োজন পড়ে গেল সেটাও জানতে চেয়েছেন আন্দোলনকারীরা।
এরিয়া ম্যানেজার মারফত একটি স্মারক পত্রও এদিন সীমান্ত রেলের জিএম-র কাছে পাঠানো হয়। ডিমান্ড কমিটির সুকুমার ঘোষ, কল্লোল মজুমদার, দীপক দেব, বিশ্ব বরণ বরুয়া,চন্দন লাল সেন সহ অন্যান্যরা রেল কর্তৃপক্ষের শিলচরে ডিভিশন স্থাপনের ভাবনাকে হটকারী এবং রেলের জন্য অলাভজনক বলে অভিহিত করে রেলের স্বার্থেই ডিভিশন বদরপুরে স্থাপনের দাবি তোলেন। এদিন স্মারক পত্র দেওয়ার পর রেল গেটে এক নাগরিক সভাও হয়।










কোন মন্তব্য নেই