আবার দুধের দাম বাড়ছে, সরকারি ছুটি ৩৫ দিন
নয়া ঠাহর, গুয়াহাটি
অসমে জল মেশানো,বিষাক্ত পদার্থ মেশানো দুধ বাজারে বিক্রি হচ্ছে। কোনও নিয়ন্ত্রন নেই। ৪৫, ৫০, ৫৫ টাকা লিটারে ভেজাল দুধ বিক্রি হয় সর্বত্র। সরকার নিয়ন্ত্রিত পূরবী দুধের দাম এক লাফে লিটারে ৪ টাকা বাড়িয়ে দিল সরকার। শুধু দুধ নয়, অন্যন্য দুগ্ধজাত সামগ্রীর দামও সমান্তরালভাবে বাড়ানোর প্রস্তাব গ্রহণ করছে রাজ্য ক্যাবিনেট। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ একথা জানান।
প্রতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
তিনি জানান, সরকারি ছুটি ৩৫ দিন, এবং বছরে সীমিত ছুটি ৩১ দিন করা হয়েছে। জানান অরুন্ধতী কর্মসূচি অনুযায়ী দারিদ্র্য সীমার নীচে বাস করা যুবতীর বিয়েতে সরকার ১ তোলা করে সোনা বিনামূল্যে দেওয়া হবে। বাঁশ, বেত চাষ করা কৃষকদের সরকার ৫০ শতাংশ হারে ভর্তুকি দেবে। শুকর পালনের ক্ষেত্রেও সরকারি আর্থিক সাহায্য দেওয়া হবে। চা বাগানগুলোতে লালি গুড় সরবরাহের উপর নিয়ন্ত্রন আরোপ করা হবে। এছাড়াও বেশ কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।









কোন মন্তব্য নেই