Header Ads

বিহাড়ায় স্বামী স্বরূপানন্দ কবিতা আবৃতি প্রতিয়োগীতা সম্পন্ন

নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়া : মঙ্গলবার বিহাড়া যুধিষ্টির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বড়খলা অখণ্ড সংঘটনের উদ্যোগে সম্পন্ন হলো অঞ্চল ভিত্তিক শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দের কবিতা আবৃতি প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্যশিল্পী পঙ্কজ পুরকায়স্থ, সন্তুস দে, অখণ্ড সংঘটনের সর্বভারতীয় সাংস্কৃতিক সম্পাদক নবেন্দু নাথ, অবসর প্রাপ্ত শিক্ষক কুলমণি মিশ্র, যুধিষ্টির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষা মণিদীপা সিকদার, বিশালানন্দ চৌধুরী,শর্মিষ্ঠা দেব পুরকায়স্থ ও চন্দ্রনাথপুর এম ই স্কুলের প্রধান শিক্ষক মৌসম দত্ত। এদিন প্রথমে সংঘটনের পক্ষ থেকে আগত অতিথিদের উত্তরীয় ও উপহারাদির দ্বারা বরণ করা হয়। পরে অতিথিরা  প্রদীপ প্রজ্বলন করে অনুষ্টানের শুভ সূচনা করেন।
অনুুুুষ্ঠানে অখণ্ড সংহিতা পাঠ করেন বড়খলা অখণ্ড সংঘটনের সভাপতি উৎপল কান্তি নাথ। এরপর শুরু হয় মূল অনুষ্টান কবিতা আবৃতি প্রতিযোগীতা। এতে তিন বছর থেকে পঁচিশ বৎসর তদুর্দ্ধ বয়স সীমার পাঁচটি গ্রুপের ৮২ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। প্রতিযোগীতায় স্কুল পড়ুয়াদের সাথে সাথে অখণ্ড সংঘটনের সদস্যরাও অংশ নেয়। প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী স্কুলগুলি হচ্ছে যুধিষ্টির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতন, বিহাড়া দেশবন্ধু বিদ্যানিকেতন, বিহাড়া বাজার এম ভি স্কুল, চন্দ্রনাথপুর এমই স্কুল, ভাঙ্গারপার নবদিগন্ত বিদ্যালয়, জারইলতলা সরস্বতী বিদ্যানিকেতন ও ডলু সরস্বতী শিশু নিকেতন। প্রতিযোগীতায় 'ক' বিভাগে প্রথম হয় স্নেহা সিনহা, দ্বিতীয় সতনু সিকদার, ও তৃতীয় স্থান লাভ করে বারাতুন নেছা বেগম। 'খ' বিভাগে প্রথম স্থান  পূর্ণশ্রী শর্ম্মা, দ্বিতীয় যৌথভাবে দ্বীপশিখা রায় ও পাবনী দাস, তৃতীয় হয় পাঞ্চালী শুক্লবৈদ্য। 'গ' বিভাগে প্রথম স্থান বনশ্রী চন্দ, দ্বিতীয় লক্ষীমণি কারামোদি ও তৃতীয় হয় সুপ্রিয়া দাস। 'ঘ' বিভাগে প্রথম স্থান সুস্মিতা নাথ, দ্বিতীয় ডলি রায় ও তৃতীয় স্থান লাভ করে রাসমিনা বেগম। 'ঙ' বিভাগে একক প্রতিযোগী নির্মল কান্তি নাথ পরবর্তী প্রতিযোগীতার জন্য স্থান লাভ করে। অনুষ্ঠানে আগত আতিথিরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করা প্রতিযোগীদের হাতে স্মারক ও সংসাপত্র পত্র তুলে দেন।
বিচারকের ভূকিকায় ছিলেন আবৃতিকার ও নাট্যশিল্পী পঙ্কজ পুরকায়স্থ ও সন্তুস দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়খলা অখণ্ড সংঘটনের আঞ্চলিক সম্পাদক কল্যান কান্তি নাথ, সুব্রত দাস, তরুণ কুমার মালাকার, দিপ্তী নাথ, নিশি রায়, নিলাদ্রী রায় ও অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন নিরুপম নাথ, সমির নাথ ও অতনু দাস। সংঘটনের পক্ষ থেকে উৎপল কান্তি নাথ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর শিলচরে জেলা ভিত্তিক প্রতিযোগীতার পর রাজ্য ও সর্বভারতীয় স্তরের অনুষ্ঠানটি হবে আবৃতি প্রতিযোগীতার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.