Header Ads

অবশেষ ধরতে পারা গেল ঘাতক হাতি ‘লাদেন’কে, তার নতুন নাম হল কৃষ্ণ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দীৰ্ঘদিনের চেষ্টার পর অবশেষে ‘লাদেন’কে ধরলেন রাজ্য বন বিভাগের কৰ্মীরা। মঙ্গলবার রাস পূৰ্ণিমার দিন ধরা হয়েছে হাতিটিকে, তাই ওর নাম দেওয়া হয়েছে ‘কৃষ্ণ’।
হাতিটিকে ট্ৰাঙ্কুলাইজ করার পর লামডিংয়ের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে প্ৰথমে সিদ্ধান্ত নিয়েছিল বন বিভাগ। কিন্তু লামডিঙের স্থানীয় বাসিন্দারা এতে আপত্তি তুললে সিদ্ধান্ত পরিবৰ্তন করা হয়।  
ছবি, সৌঃনিউজ ১৮
গত কয়েক মাসে যেহেতু বহু মানুষকে মেরেছে হাতিটি। তাই তাকে বনে ছা়ড়া হবে না। সংবাদ মাধ্যম নিউজ ১৮কে বিধায়ক পদ্ম হাজরিকা জানান- আজ থেকে লাদেনকে কৃষ্ণ বলে ডাকা হবে। ওকে বন বিভাগের সম্পদ হিসেবে ব্যবহার করা হবে। রামু, বাহাদুর এবং বাবু এই তিন কুনকি কৃষ্ণকে দেবে প্ৰশিক্ষণ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.