Header Ads

গোবিন্দ জিউর আশ্রমের উন্নয়ন প্রকল্পের শিলান্যাস বনমন্ত্রীর

সানি রায়, কালিনগর : গোপাল গোবিন্দ জিউর আশ্রমের উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সকাল এগোরাটায় আলগাপুর বিধানসভার অধীনস্থ কালিনগর গোপাল গোবিন্দ জিউর আশ্রমে ভূমি পূজনের মাধ্যমে উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস এবং ফলক উন্মোচন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন হাইলাকান্দি পুলিশ সুপার পি.কে নাথ সহ আলগাপুর চক্রাধিকারিক অর্পিতা দত্ত মজুমদার সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের কর্ম-কর্তাসহ সেবক ও পরিচালকবৃন্দরা। 
এদিন স্থানীয় এলাকার প্রায় পাঁচ শতাধিক ভক্তবৃন্দদের উপস্থিতিতে হরিনাম ভজন-কীর্ত্তনের মাধ্যমে উলুধ্বনি-জয়ধ্বনি দিয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে তুলল আয়োজকমন্ডলীরা।রাস পূর্ণিমার পূণ্যলগ্নে প্রকৃতির আবহওয়া অনূকুল থাকায় সুন্দর-সুষ্টভাবে সম্পন্ন হয় এদিনের আয়োজন সঙ্গে সক্রিয় ভূমিকায় ছিলেন পাঁচগ্রাম ও কাটাখাল পুলিশ প্রশাসন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.