মনিপুর থেকে গাড়িতে করে আনা ১৮ কেজি সোনা ধরল অসমের কাৰ্বিআংলং জেলার পুলিশ
নয়া ঠাহর, গুয়াহাটিঃ
গত এক সপ্তাহের মধ্যে অসমে প্রায় ৫০ কোটি টাকার সোনা ধরা পড়লো। মনিপুর থেকে ইকো স্পোটর্স গাড়িতে নিয়ে আসা হচ্ছিল। বুধবার কার্বিআংলং জেলার মাঞ্জা পুলিশ ১৮ কেজি ৫০০ গ্রাম সোনা ধরে।
ছবি, সৌঃ নিউজ১৮অসম
ইকবাল হোসেইন, এবং তারি মনসুর নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অপরদিকে গুয়াহাটিতে কয়েকশ সোনার বিস্কুট ধরা পড়েছে। এই সব সোনা মায়ানমার থেকে আসে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই