বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল এভিনিউ ! চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেত্রীর !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়
বিজেপির যুব মোর্চার কলকাতা পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল
এভিনিউ। সেন্ট্রাল এভিনিউয়ে মিছিল ব্যারিকেড ভাঙলে পুলিশ জলকামান ব্যবহার
করে। পরে পুলিশ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, যুব মোর্চার সভাপতি
দেবজিৎ সরকার-সহ অনেককেই গ্রেফতার করে। অবরুদ্ধ রাস্তা পরিষ্কার করে দিয়ে
যান চলাচল শুরু করে পুলিশ।
এদিন বিজেপির কর্মসূচির প্রধান বিষয় ছিল ডেঙ্গি। মশারি নিয়ে রাস্তায় নামেন বিজেপির কর্মী সমর্থকরা। ডেঙ্গি ছাড়াও দুর্নীতি এবং দূষণের বিষয়ও তাদের তালিকায় ছিল।
বিজেপির এদিনের কর্মসূচির শুরুতে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মিছিলের
পুরোভাগে ছিলেন রাজ্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যা, রাজ্য যুব
মোর্চার সভাপতি দেবজিৎ ঘোষ।
এদিন বিজেপির কর্মসূচিকে ঘিরে চাঁদনি
চকের কাছে আগে থেকেই ব্যারিকেড করা ছিল। সেখানে গিয়ে আটকে পড়ে মিছিল।
এরপরেই শুরু হয়ে যায় পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে জলের
বোতল ছোঁড়া হয় বলেও অভিযোগ। রণক্ষেত্রে পরিণত হয় সেন্ট্রাল এভিনিউ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান চালায়।
এদিন কেন জল কামান
ব্যবহার করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন দেবজিৎ ঘোষ। বিনা প্ররোচনায় লাঠি
চালানোর অভিযোগ করেছেন তিনি। পুলিশের আচরণ অগণতান্ত্রিক বলেও অভিযোগ
করেন তিনি। তাঁদের একাধিককর্মীকে পুলিশ নৃশংসভাবে পিটিয়েছে বলেও অভিযোগ
তাঁর।
অভিযানে ছিলেন বিজেপির মহিলা সদস্যরাও। ছিলেন টলিউডের
অভিনেত্রীরাও। তাঁদের অভিযোগ মহিলা পুলিশ নয়, পুরুষ পুলিশ দিয়ে, তাঁদের
হেনস্থা করা হয়েছে গায়ে হাত দেওয়া হয়েছে। বেপরোয়া লাঠি চালানোর অভিযোগও
করেছেন তাঁরা।
কোন মন্তব্য নেই