অসমে ফের তিন তিনটি বুনো হাতির মৃত্যু হল, বন বিভাগ নির্বিকার,নীরব
নয়া ঠাহর,গুয়াহাটি
আবার বুনো হাতির মৃত্যু, একটা নয়, তিন তিনটি হাতির মৃত্যু হল গত ২৪ ঘন্টায়, একজন হাতির আক্রমণে নিহিত হয়েছে। শিবসাগরের ডিমৌতে এক ৬ বছরের সন্তান সহ এক হাতি বিদ্যুৎ স্পিস্ট হয়ে মারা গেছে। ওদালগুড়ির ভুটিয়াচাংয়ে এক হাতির মৃত্যু হয়। সেখানে টাংকি বস্তিতে একজন হাতির হানায় মারা গেছে। এদিকে গোলাঘাটের থুরামুখে প্রায় ২০০ হাতি একত্ৰে কয়েকটি গ্রামে হানা দিয়েছে। বন বিভাগ কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।
প্ৰতীকী ছবি, সৌঃ আন্তৰ্জাল
সম্পূর্ণ ব্যাৰ্থ হয়েছে। প্রায় ৫০ জন মৃত্যুর জন্যে দায়ী ঘাতক হাতি লাদেনকে ধরার জন্যে বিজেপি বিধায়ক পদ্ম হাজারিকা হাতে বন্দুক নিয়ে হাতিটিকে ট্রানকুলাইজ করে কাবু করে ধরেন। এখন এই ধরার কৃতিত্ব কার? বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বন বিভাগের কৃতিত্ব বলে দাবি করছেন। কিন্তু প্রায় প্রতিদিন বুনো হাতিদের মৃত্যু হচ্ছে,সে ব্যাপারে বনমন্ত্রী এবং বন বিভাগ সম্পূর্ণ নীরব,নির্বিকার।
কোন মন্তব্য নেই