Header Ads

কয়েক শো কোটি টাকা তছরুপের অভিযোগ অসমের প্ৰাক্তন এনআরসি কোঅৰ্ডিনেটর প্ৰতীক হাজেলার বিরুদ্ধে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

১৬০০ কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে কিছুদিন আগে বদলি হয়ে যাওয়া অসমের এনআরসি কোঅৰ্ডিনেটর প্ৰতীক হাজেলার বিরুদ্ধে। এনআরসি মামলায় সুপ্রিম কোর্টে মূল আবেদনকারী অসম পাবলিক ওয়ার্কসের তরফে উঠেছে এই অভিযোগ। সেই মৰ্মে গত বৃহস্পতিবার সিবিআইয়ের দুৰ্নীতিদমন শাখায় এফআইআর দায়ের হয়েছে। শুধু তাই নয় আৰ্থিক দুৰ্নীতির অভিযোগ উঠেছে গোটা এনআরসি দফতরের বিরুদ্ধে। 

ছবি, সৌঃ ইন্টারনেট
 গত ৩১ আগস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকা প্ৰকাশ করা হয় প্ৰতীক হাজেলার তত্ত্বাবধানে।  হাজেলার বদলির পেছনে অন্যতম কারণ তাঁর কাছে নাকি প্ৰাণনাশের হুমকি এসেছিল বলে জানা গেছে।

 প্ৰকাশিত এনআরসি-র তালিকা ত্ৰুটিপূৰ্ণ  বলে দাবি করেছে খোদ শাসক দল বিজেপি। এই অভিযোগের প্ৰক্ষিতে গত দু মাসে হাজেলার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে অসম পুলিশ। 

প্ৰসঙ্গত, দিন কয়েক আগে সংসদে নতুন করে এনআরসি করার কথা উল্লেখ করেছেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ। এনআরসি ইস্যু বিজেপির পতনের অন্যতম কারণ হবে না তো বৰ্তমানে তা নিয়েই সমালোচনা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.