পাকিস্তানে টমেটোর গয়না পড়ে বিয়ের পিঁড়িতে বসলেন কনে
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২০নভেম্বর
পাকিস্তানে টমেটো দিয়ে তৈরি গয়না পড়ে বিয়ের পিঁড়িতে বসলেন কনে। পাকিস্তানি সাংবাদিক নাইলা ইনায়েতের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা এক পাকিস্তানি বিয়ের কনে সোনার গয়না বদলে পড়ে রয়েছেন টমেটো দিয়ে তৈরি গয়না । ভিডিওতে দেখা গেছে কনের কানের দুল, নেকলেস, টিকলী ও বালা সব টমেটোর তৈরি ।
টমেটোর গয়না পড়ে বিয়ের় পিঁড়িতে বসার কারণ জানতে চাইলে কনের সোজাসাপটা জবাব, সোনার গয়না ভীষণ দামি । টমেটো এবং পাইন নাটসও ভীষণ দামি । তাই তিনি বিয়েতে টমেটোর গয়না পছন্দ করেছেন ।
পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর, করাচিতে খোলা বাজারে ৩০০ টাকা কেজি দরে বিকোচ্ছে টমেটো । পাইকারি বাজারে দর দাঁড়িয়েছে ২০০ টাকা কেজি ।
পাকিস্তানে টমেটো দিয়ে তৈরি গয়না পড়ে বিয়ের পিঁড়িতে বসলেন কনে। পাকিস্তানি সাংবাদিক নাইলা ইনায়েতের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা এক পাকিস্তানি বিয়ের কনে সোনার গয়না বদলে পড়ে রয়েছেন টমেটো দিয়ে তৈরি গয়না । ভিডিওতে দেখা গেছে কনের কানের দুল, নেকলেস, টিকলী ও বালা সব টমেটোর তৈরি ।
টমেটোর গয়না পড়ে বিয়ের় পিঁড়িতে বসার কারণ জানতে চাইলে কনের সোজাসাপটা জবাব, সোনার গয়না ভীষণ দামি । টমেটো এবং পাইন নাটসও ভীষণ দামি । তাই তিনি বিয়েতে টমেটোর গয়না পছন্দ করেছেন ।
পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর, করাচিতে খোলা বাজারে ৩০০ টাকা কেজি দরে বিকোচ্ছে টমেটো । পাইকারি বাজারে দর দাঁড়িয়েছে ২০০ টাকা কেজি ।









কোন মন্তব্য নেই