সারা দেশে হবে এনআরসি -- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 20 নভেম্বর
সারা দেশে এনআরসি হবে বলে সংসদের চলতি শীতকালীন অধিবেশনে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । স্পষ্ট করে অমিত শাহ বললেন, প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু, বৌদ্ধ , খ্রিস্টান ও জৈনদের শরণার্থীর মর্যাদা দেবে সরকার এ দেশে । কোন বিশেষ ধর্মকে এর সঙ্গে নিশানা করার ব্যাপার নেই ।
অমিত শাহ আরো বলেন, প্রতিবেশী দেশগুলিতে বৈষম্যের শিকার হিন্দু, বৌদ্ধ , খ্রিস্টান এবং জৈনদের নাগরিকত্ব পাওয়া উচিত ভারতে। সেই জন্যই নতুন নাগরিকত্ব বিল আনা প্রয়োজন।
এনসিপি সাংসদ নাসের হুসেন মুসলিমদের কথা বাদ দেওয়ার প্রশ্ন তুললে, অমিত শাহ তার জবাবে বলেন , এনআরসি আর নাগরিকত্ব বিলকে গুলিয়ে ফেলছেন আপনি । এনআরসির আওতায় আনা হবে সবাইকে । এর সঙ্গে কোন ধর্মকে নিশানা করার ব্যাপার নেই।
অমিত শাহ আরো বলেন, প্রতিবেশী দেশগুলিতে বৈষম্যের শিকার হিন্দু, বৌদ্ধ , খ্রিস্টান এবং জৈনদের নাগরিকত্ব পাওয়া উচিত ভারতে। সেই জন্যই নতুন নাগরিকত্ব বিল আনা প্রয়োজন।
এনসিপি সাংসদ নাসের হুসেন মুসলিমদের কথা বাদ দেওয়ার প্রশ্ন তুললে, অমিত শাহ তার জবাবে বলেন , এনআরসি আর নাগরিকত্ব বিলকে গুলিয়ে ফেলছেন আপনি । এনআরসির আওতায় আনা হবে সবাইকে । এর সঙ্গে কোন ধর্মকে নিশানা করার ব্যাপার নেই।









কোন মন্তব্য নেই