Header Ads

নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে হাফলঙে প্রতিবাদী কার্যসূচি হিলস ট্রাইবস স্টুডেন্টস ইউনিয়নের

  বিপ্লব দেবহাফলংঃ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাতিলের দাবিতে বুধবার হাফলং জেলাশাসকের কার্যালয়ের সামনে ধরনা কার্যসূচি পালন করে জেলার ছয়টি ছাত্র সংগঠনটিকে নিয়ে গঠিত হিলস ট্রাইবস স্টুডেন্টস ইউনিয়ন। আজ সকাল ১০ টা থেকে হিলস ট্রাইবস স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করার দাবিতে উত্তাল করে তোলে জেলাশাসকের কার্যালয়ের সামনা। 


তারপর জেলাশাসক অমিতাভ রাজখোয়ার মাধ্যমে নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করার দাবিতে এক স্মারকপত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রেরন করা হয় হিলস ট্রাইবস স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে। এদিন ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রমিত সেঙ্গইয়ং বলেন নাগরিকত্ব সংশোধনী বিল এই শীতকালীন অধিবেশনে পাস হলে অসমে উপজাতি জনগোষ্ঠীর মানুষ নিজেদের অস্তিত্ব ও পরিচয় কৃষ্টি সংস্কৃতি হারাবে যা খুই ভয়ঙ্কর ব্যাপার এমনকি উপজাতি জনগোষ্ঠীর মানুষ অসমে দ্বিতীয় শ্রেনীর নাগরিক হয়ে বাস করতে হবে। এই অবস্থায় সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন দল সংগঠন ও ছাত্র সংগঠন নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এমনকি নেসো নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব হয়ে পড়েছে। তাই  এই শীতকালীন অধিবেশন থেকে নাগরিকত্ব সংশোধনী বিলকে ছেটে ফেলার দাবি জানিয়ে আজ ডিমা হাসাও জেলার ছয়টি সংগঠন কে নিয়ে গঠিত হিলস ট্রাইবস স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে জেলাশাসকের মাধ্যমে আজ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরন করা হয় বলে মন্তব্য করেন প্রমিত সেঙ্গইয়ং।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.