Header Ads

ফকিরটিল্লায় এবার ভূ-মফিয়াদের নজর শ্মশানের জমিতে

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : হিন্দুদের পবিত্র স্থান শ্মশানের জমির উপর নজর পড়ল জমি মাফিয়াদের। বিশেষ সূত্র মতে শিলচর ফকিরটিল্লায় জাল নথির সাহায্যে সার্বজনীন শ্মশানের জমিকে দুজন ভূযো  জমি দানকারী দেখিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর পেছনে রযেছে ষাঠ লক্ষ টাকার গোপন লেনদেন। ষাট লক্ষ টাকায় ঐ জমি বিক্রি করা হয়েছে যাকে বিক্রি না দেখিয়ে দান হিসাবে দেখানো হচ্ছে এবং যে স্থানে শ্মশান রযেছ সেই স্থান থেকে সার্বজনীন শ্মশানকে গুডিযে জমি দখলের চেষ্টা শুরু হয়েছে। এই পুরো খেলের পিছনে রযেছ একটি প্রভাবশালী জমি মাফিয়া এবং সেটেলমেন্ট অফিসের একজন কর্মচারী যার সাহায্যে জমির ভূযো কাগজপত্র তৈরি করা হয়েছে, সূত্র মতে প্রকাশ। স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে বিষয়টি থাকলেও কোনো এক গোপন কারণে পুলিশ প্রশাসনের তরফ থেকে  কোনো ধরনের ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে না। এখানে উল্লেখ্য যে  শ্মশানের নির্মাণের জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ২০১১-১২ সালে দুই লক্ষ টাকা মঞ্জুর করা হয়। স্থানীয় বিধায়ক দুই লক্ষ টাকা মঞ্জুর করেন । গাঁও পঞ্চায়েত থেকেও দুই লক্ষ ঊনসত্তর হাজার টাকা মঞ্জুর করা হয। এমতাবস্থায় কিছু স্বার্থস্বেম্বী লোকের এমন কার্য স্থানীয জনমানসে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.