Header Ads

পঞ্চদশ সিইএমস কাপের চ্যাম্পিয়ন ওয়ারিওরর্স অব ওয়াইমেজিং

   বিপ্লব দেব, হাফলংঃ  

একেতো শীতের রাত তার উপর ঘন কুয়াশায় ঢাকা সন্ বরাইল পাহাড়ের পাদদেশে থাকা হাফলং এন এল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল পঞ্চদশ সিইএমস কাপ আমন্ত্রনীমূলক প্রইজমানি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। ফ্লাড লাইটে ঘন কুয়াশায় ঢাকা এই শীতের রাতে ফাইনাল ম্যাচ উপভোগ করতে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার দর্শক। তবে ফুটবল প্রেমিদের নিরাশ হয়ে ফিরতে হয়নি ম্যাচ দেখে। এক উত্তেজনা পূর্ণ ফাইনাল ম্যাচ উপহার দিল দুটি দলই। হাফলং এন এল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে সিইএমস কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় স্থানীয় দুটি দলের মধ্যে।  কারন এবার পঞ্চদশ সিইএমস কাপ আমন্ত্রনী মূলক ফুটবল প্রতিযোগিতার আসরে বাইরের কোনও দলকেই আমন্ত্রন জানায় নি ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থা। কারন এন এল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে চলছে নতুন স্টেডিয়াম নির্মানের কাজ। তাই এবার জেলার বিভিন্ন ফুটবল দলকে নিয়ে অনুষ্ঠিত হয় সিইএমস কাপ। 

ডিমা হাসাও জেলায় এখন স্থানীয় ক্লাব গুলিতে বিদেশি খেলোয়াড়ের ছড়াছড়ি ঘানা ও নাইজেরিয়ার মত দেশের খেলোয়াড় চুটিয়ে ফুটবল খেলছে স্থানীয় ক্লাব গুলিতে এতে ফুটবলের মান ও অনেকটা উন্নত হয়েছে। গত ১০ নভেম্বর সিইএমস কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বুলবুলের দাপটে প্রতিকূল আবহাওয়ার জন্য আয়োজকরা ফাইনাল ম্যাচ দুদিন পিছিয়ে দেওয়ায় মঙ্গলবার সিইএমস কাপ আমন্ত্রনী মূলক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় তীব্র উত্তেজনাপূর্ন ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়নের খেতাব দখল করে ওয়ারিওরর্স অব ওয়াইমেজিং। হাফলং এন এল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে সিইএমস কাপের তীব্র উত্তেজনা পূর্ণ ফাইনাল ম্যাচ ২-২ গোলে অমিমাংসিত ভাবে শেষ অমিমাংশিত ভাবে শেষ হয় যার ফল স্বরূপ রেফারিকে টাইব্রেকারের সাহায্য নিতে হয় টাইব্রেকারে ডিমা ইউনাইটেড ফুটবল ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করেচ্যা ওয়ারিওরর্স অব ওয়াইমেজিং। ম্যাচের সার্বিক ফলাফল ৬-৩। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ওয়ারিওরর্স অব ওয়াইমেজিং ট্রফি সহ  নগদ ১ লক্ষ টাকা এবং রানার্স আপ ডিমা ইউনাইটেড ফুটবল ক্লাব ট্রফি সহ ৫০ হাজার টাকা পুরষ্কার হিসেবে তুলে দেন পার্বত্য পরিষদের ইএম গলোঞ্জ থাওসেন নন্দিতা গার্লোসা ও জেলাশাসক অমিতাভ রাজখোয়া

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.