Header Ads

রাম মন্দির মামলায় নাক গলিয়েছিল পাকিস্তান--কড়া ভাষায় জবাব দিল ভারত !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
অযোধ্যা মামলায় পাকিস্তান নাক গলানোর চেষ্টা করেছে। অযোধ্যা মামলা সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়, তা সত্ত্বেও পাকিস্তান এতে নাক গলানোর চেষ্টা করছে। অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণ করার নির্দেশ দিয়েছে। একইসাথে মুসলিমদের জন্য আলাদা জায়গায় ৫ একর জমি দিতে বলেছে। আদালতের রায় ঐতিহাসিক এবং নিরপেক্ষ মনে করেই পুরো দেশ জুড়ে রায়কে স্বাগত জানানো হয়েছে। তবু পাকিস্তান সরকার এখানেও ভারতের অভ্যন্তরীণ মামলায় নাক গলাতে শুরু
করেছে।

পাকিস্তানের দাবি, ভারত সংখ্যালঘুদের ওপর নির্যাতন করছে এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করছে। অযোধ্যা মামলাকে পাকিস্তান UN পর্যন্তও টেনে নিয়ে গেছে। পাকিস্তান
UN-এ ভারতের সুপ্রিম কোর্টের রায়কে সংখ্যালঘু নির্যাতন হিসেবে তুলে ধরার চেষ্টাও করেছে। সম্ভবত পাকিস্তান এটা ভুলে গেছে যে পাকিস্তানে এক সময় ২৫% হিন্দু ছিল তা এখন প্রায় শূন্যের কাছাকছি। অন্যদিকে ভারতে মুসলিম সংখ্যা ব্যাপক হারে
বেড়েই চলেছে এবং মুসলিমরা ভারতে দ্বিতীয় সংখ্যাগুরু গোষ্ঠী হিসেবে রাজার হালে ভারতীয় নাগরিক হিসেবেই জীবনযাপন করছে।
পাকিস্তানের এ ধরণের ব্যাবহার দেখে ভারতের বিদেশমন্ত্রক পাল্টা জবাব দিয়েছে। ভারত বলেছে পাকিস্তান অযোধ্যা মামলায় যে মন্তব্য করেছে তা অসঙ্গত এবং ভিত্তিহীন। পাকিস্তানের মন্তব্যের পরও কোনো দেশ পাকিস্তানের পক্ষে এ বিষয়ে একটা শব্দও উচ্চারণ করেনি। কারণ সকলেই এটা জানে যে অযোধ্যা বিতর্ক ভারতের অভন্তরীণ বিষয়। পাকিস্তানের মন্তব্যের ভাষায় অবশ্য ভারতের কিছু সংবাদ মাধ্যম সায় দিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের এক সংবাদপত্র রয়েছে যারা অযোধ্যা ইস্যুতে মুসলিমদের উস্কানি দেওয়ার চেষ্টা করছিল বলেও অভিযোগ উঠেছে !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.