Header Ads

ডাঃ বি বরুয়া কৰ্কট হাসপাতালের ৪৬ তম প্ৰতিষ্ঠা দিবস পালন






দেবযানী পাটিকর।
নগরের বি বরুয়া কৰ্কট হাসপাতাল শনিবার কলকাতার নারায়ণা ছুপারস্পেসিয়েলিটি হাসপাতালের সহযোগে পালন করে ৪৬তম প্ৰতিষ্ঠা দিবস । দিনজোরা কার্যক্রমের দ্বারা চিকিৎসা বিজ্ঞানের আলোচনা   কৰ্মশালা, সাংবাদিকের মত বিনিময় অনুষ্ঠান আর একজন কৰ্কট রোগে আক্ৰান্ত রোগীর জীবনের ওপরে আধারিত ছবি ‘কন্ঠ’ প্ৰদৰ্শনী করা হয় প্ৰতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে গুয়াহাটীর ডাঃ বি বরুয়া কেন্সার ইনষ্টিটিউটের পরিসরে আয়োজন করা এই অনুষ্ঠানে দুইটি হাসপাতালের অনেক চিকিৎসকের সাথে বাঙালী ছবিজগতের বিশিষ্ট চিত্ৰ নিৰ্মাতা  শিবপ্ৰসাদ মুখাৰ্জী আর নন্দিতা রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানত বিশিষ্ট অভিনেত্ৰী জয়া হাসান ও  উপস্থিত ছিলেন। এই  অনুষ্ঠান আয়োজনের মুখ্য উদ্দেশ্য ছিল রাজ্যে ভয়ানক ভাবে বৃদ্ধি পাওয়া তামাক সেবনের পরিমানের ওপরে আলোকপাত করা।সর্ব শেষ করা সমীক্ষায় দেখা গেছে যে  তামাক সেবনের পরিমান ৯% বৃদ্ধি পেয়েছে। এক সমীক্ষা অনুসরে অসমের ৫০.৫% পুরুষ, ৩২.৭% মহিলা আর সামগ্ৰিকভাবে ৪১.৭% শতাংশ প্ৰাপ্তবয়স্ক লোকে তামাক সেবন করে। এর ভিতরে সবসময় ব্যবহার করতে দেখা যায় সাদা (২৩.১%) আর তামোল পান (১৯%)। ধুম্ৰপান করা লোকেদের ভিতরে ২৫.৩% পুরুষ, ০.৮% মহিলা আর সামগ্ৰিকভাবে ১৩.৩% প্ৰাপ্তবয়স্ক লোক রয়েছে
এদিন দিনজোরা কাৰ্যসূচী আরম্ভ হয় এক কৰ্মশালার দ্বারা।যেখানে তামাক সেবনের ফলে হওয়া কৰ্কট রোগ আর থাইরয়েড কেন্সারের এক অস্ত্ৰোপচার সম্পন্ন করে নারায়ণা ছুপারস্পেসিয়েলিটি হাসপাতালের চিকিৎসকরা।, আর এই অস্ত্ৰোপচারের সমগ্ৰ দৃশ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে কেন্সার ইনষ্টিটিউটের চিকিৎসকরা প্ৰদৰ্শন করার ব্যবস্থা করে।




এদিনের অনুষ্ঠানে   হাসপাতালের ৪৬ তম প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা এই বৰ্ণাঢ্য অনুষ্ঠানের স্বাগত ভাষণ প্ৰদান করে হাসপাতালের সঞ্চালক ডাঃ অমল চন্দ্ৰ কটকীয়ে বলে যে, “আজ থেকে  ৪৬ বছর আগেই অসমের মহান চিকিৎসক, স্বাধীনতা সংগ্ৰামী আর বিশিষ্ট সমাজকৰ্মী ডাঃ ভুবনেশ্বর বরুয়ার স্মৃতিতে এই কৰ্কট হাসপাতাল স্থাপন করার পর থেকেই সমগ্ৰ উত্তর-পূর্ব কৰ্কট রোগের চিকিৎসার ক্ষেত্ৰত বিশেষ স্থান অধিকার করাতে সক্ষম হয়েছে এই চিকিৎসা প্ৰতিষ্ঠান।,"
অনুষ্ঠানত উপস্থিত  কলকাতার বিশিষ্ট ছবি পরিচালক শিবপ্ৰসাদ মুখাৰ্জীবলেন যে, “এই ছবি প্ৰয়াত বিভূতি চক্ৰবৰ্তীর জীবনের অনুপ্ৰেরণারাতে নিৰ্মাণ করা হয়েছে। প্ৰয়াত চক্ৰবৰ্তী ছিলেন একজন কৰ্কট রোগে আক্ৰান্ত লোক, চিকিৎসার স্বাৰ্থতে যার কন্ঠনলী বাদ দেওয়া হয়েছিল।এর পরেও তিনি বিভিন্ন প্ৰত্যাহ্বান অতিক্ৰম করে অন্য লোককেও সমস্যার মোকাবিলা করার সাহস দিয়েছিল।আমরা খুশি যে আমাদের এই ছবির দ্বারা আমরা এক শক্তিশালী সামাজিক বাৰ্তা বহন করতে সক্ষম হয়েছি।আর একজন কৰ্কট রোগে আক্ৰান্ত লোকের জীবন যাত্ৰার উপস্থাপনে সমাজর সবাইকে এক অনুপ্ৰেরণা দিতে পেরেছি।”এর পরে রাজ্যে বৃদ্ধি পাওয়া ধঁপাতজনিত সমস্যা সম্পর্কে সাংবাদিকের সাথে এক মত-বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার সাথে এই সমস্যা নিয়ন্ত্ৰণ করার ক্ষেত্রে বি বরুয়া কেন্সার ইনষ্টিটিউট আর নারায়ণা ছুপারস্পেসিয়েলিটি হাস্পতাল কি ধরনের পদক্ষেপ গ্ৰহণ করে আসছে সেই সন্দৰ্ভও আলোকপাত করে দুইটি চিকিৎসালযের কৰ্তৃপক্ষ। অনুষ্ঠানের অন্যতম আকৰ্ষণ ছিল বিশিষ্ট চিত্ৰ পরিচালক নন্দিতা রায় আর শিবপ্ৰসাদ মুখাৰ্জীর পরিচালিত ছবি ‘কন্ঠ-সাউণ্ড অফ সইলেন্স’র প্ৰদৰ্শন। ছবি প্ৰদৰ্শনের পূৰ্বে বাঙালী  আর অসমীয়া ছবি ইন্ডাস্ট্রির অনেক তারকাই উপস্থিত অভ্যাগতের সাথে মত বিনিময় করে। উল্লেখ্য যে" কন্ঠ" শীৰ্ষক এই ছবিখন ৯২ তম অকাডেমী পুরস্কার প্রাপ্ত শ্ৰেষ্ঠ আন্তঃরাষ্ট্ৰীয় ছবির  জন্য বেছে নেওয়া হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.