Header Ads

ক্যাব-এর সমর্থনে বাঙালি যৌথ সমন্বয় সমিতির সাংবাদিক সম্মেলন, অপরদিকে ক্যাবের বিরুদ্ধে ২২ নভেম্বর রাজভবন ঘেরাওয়ের হুঙ্কার অখিল গগৈয়ের

 অমল গুপ্ত, গুয়াহাটি

মহারাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গেও ডিটেনশন ক্যাম্প নির্মাণ করা হচ্ছে,তৃণমূল সরকার পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি দেশের মানুষ এবং বাংলাদেশের অবৈধ নাগরিকদের জন্যে পৃথক পৃথক ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে। অসমের গোয়ালপাড়া জেলার মাটিয়াতে তিন হাজার অবৈধ নাগরিককে বন্দি করে রাখার জন্যে ডিটেনশন ক্যাম্প নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে। অসমের ডিটেনশন ক্যাম্পগুলোতে বন্দীদের দুরবস্থার অন্ত নেই।


 সরকারের চরম গাফিলতির ফলে একজন একজন করে বন্দীদের মৃত্যু হচ্ছে, গতকাল গোয়ালপাড়া ক্যাম্পে নিখিল বর্মন নামে এক ব্যক্তির প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু হয়। দুলাল পাল, ফেলু দাসের পর নিখিল বর্মনের মৃত্যু হল সরকারের অবহেলা এবং উদাসীনতার অভিযোগ করেছে সারা অসম বাঙালি যুবছাত্র ফেডারেশন। তাদের অভিযোগ মুখ্যমন্ত্রীর হাজার প্রতিশ্ৰুতিতেও কাজ হচ্ছে না। ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন ইউএসসিআইআরএফ অসমে বাঙালি মুসলমানদের এনআরসি তালিকা থেকে বাদ দিয়ে নিৰ্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছে কিন্তু   ডিটেনশন ক্যাম্পে বন্দি বাঙালি হিন্দুদের মৃত্যু মিছিল নিয়ে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের কোনও সংস্থার কোনও প্রতিবাদ নেই বলে ফেডারেশন অভিযোগ করেছে। রবিবার দিসপুর প্রেস ক্লাবে বাঙালি যৌথ সমন্বয় সমিতি এনআরসি আতঙ্ক এবং ডিটেনশন ক্যাম্পে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করা মানুষদের উপযুক্ত ক্ষতিপূরণও ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে সরকারি চাকরি দেবার দাবি জানিয়েছে। সমিতির সভাপতি সুকুমার বিশ্বাস এনআরসি তালিকায় একই পরিবারের মধ্যে যাদের নাম বাদ পড়েছে তাদের বিনা শর্তে নাম অন্তৰ্ভুক্তের দাবি জানিয়েছে।  

  সমিতির নেতৃবৃন্দ নাগরিকত্ব সংশোধনী বিলকে পূর্ণ সমর্থন করে বলেন, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাবিত বিলটি লোকসভার  অধিবেশনে পাশ করা হবে বলে আশ্বাস দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘ ৭২ বছর পর দেশ বিভাজনের বলি হিন্দু,বৌদ্ধ,জৈন,খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ সুবিচার পাবেন। এদিকে কৃষক মুক্তি সংগ্রাম পরিষদ নেতা অখিল গগৈ এদিন প্রস্তাবিত ক্যাবের বিরুদ্ধে আগামী ২২ নভেম্বর রাজভবন ঘেরাওয়ের কথা ঘোষণা করেছেন। এদিকে আসুও হাত গুটিয়ে বসে নেই। নুমলীগরে শোধনাগারকে বেসরকারিকরণের প্রস্তাবেরও জোরালো প্রতিবাদ করেছে  উভয় সংগঠন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.