লাদেন নামে হাতিটি শেষ পৰ্যন্ত রাজনীতির শিকার হল, দু দুবার ট্রাঙ্কুলাইজ করে মেরে ফেলা হল?
নয়া ঠাহর, গুয়াহাটি
যে হাতিটিকে নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল, আগে লাদেন নামে হাতিটির মৃত্যু হয়েছে আগেই,পরে কয়েকজনকে হত্যা করে লাদেন নামে অপর হাতিটিকে কৃষ্ণ নাম দিয়ে ধরার নামে বন বিভাগের চরম অরাজকতা চলছে,শেষ পৰ্যন্ত মুখ্যমন্ত্রীও হস্তক্ষেপ করেন। শেষ রক্ষা হল না। বিজেপি বিধায়ক পদ্ম হাজারিকা হাতির পিঠে চড়ে খুব কাছ থেকে লাদেন নামে ঘাতক হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করে কাবু করে ফেলে তার আগেও একবার বন বিভাগের কর্মীরা ট্রাঙ্কুলাইজ করে হাতিটিকে। বন বিভাগের এক সূত্র জানান- বন বিভাগের পক্ষ থেকে আর দ্বিতীয়বার ট্রাঙ্কুলাইজ না করার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও বিধায়ক তা শোনেন নি।
তাই সত্যি হল। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই মর্মান্তিক ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করেছেন। রবিবার ওরাংয়ে ‘লাদেন’ ওরফে ‘কৃষ্ণ’-র মৃত্যু হয় । পোস্টমর্টেমের পর ওভারডোজ প্রমাণিত হলে বনবিভাগ ঘটনার তদন্ত করতে পারে। আজ নারেঙ্গি অঞ্চলে এক কুয়োতে শাবক সমেত এক হাতি পড়ে গেলে বন বিভাগের কর্মীরা গিয়ে হাতি দু টিকে উদ্ধার করে। এদিকে নুমলীগর শোধনাগারের গেট ভেঙে এক বিশাল হাতি রাতভর তাণ্ডব চালানোর পর বন বিভাগের কর্মীরা হাতিটিকে বনাঞ্চলে তাড়িয়ে দেয়।
যে হাতিটিকে নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল, আগে লাদেন নামে হাতিটির মৃত্যু হয়েছে আগেই,পরে কয়েকজনকে হত্যা করে লাদেন নামে অপর হাতিটিকে কৃষ্ণ নাম দিয়ে ধরার নামে বন বিভাগের চরম অরাজকতা চলছে,শেষ পৰ্যন্ত মুখ্যমন্ত্রীও হস্তক্ষেপ করেন। শেষ রক্ষা হল না। বিজেপি বিধায়ক পদ্ম হাজারিকা হাতির পিঠে চড়ে খুব কাছ থেকে লাদেন নামে ঘাতক হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করে কাবু করে ফেলে তার আগেও একবার বন বিভাগের কর্মীরা ট্রাঙ্কুলাইজ করে হাতিটিকে। বন বিভাগের এক সূত্র জানান- বন বিভাগের পক্ষ থেকে আর দ্বিতীয়বার ট্রাঙ্কুলাইজ না করার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও বিধায়ক তা শোনেন নি।
ছবি, সৌঃ জিপ্লাস
ওভারডোজ মেডিসিন শরীরে প্রবেশ করায় হাতিটির করুন মৃত্য হল। দুদিন আগেই বন বিভাগের এক অফিসার দু দুবার ট্রাঙ্কুলাইজের কুফলের কথা জানিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন- লাদেন না ও বাঁচতে পারে। তাই সত্যি হল। বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই মর্মান্তিক ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করেছেন। রবিবার ওরাংয়ে ‘লাদেন’ ওরফে ‘কৃষ্ণ’-র মৃত্যু হয় । পোস্টমর্টেমের পর ওভারডোজ প্রমাণিত হলে বনবিভাগ ঘটনার তদন্ত করতে পারে। আজ নারেঙ্গি অঞ্চলে এক কুয়োতে শাবক সমেত এক হাতি পড়ে গেলে বন বিভাগের কর্মীরা গিয়ে হাতি দু টিকে উদ্ধার করে। এদিকে নুমলীগর শোধনাগারের গেট ভেঙে এক বিশাল হাতি রাতভর তাণ্ডব চালানোর পর বন বিভাগের কর্মীরা হাতিটিকে বনাঞ্চলে তাড়িয়ে দেয়।









কোন মন্তব্য নেই