Header Ads

৬ ডিসেম্বর থেকে ৪ৰ্থ গুয়াহাটী থিয়েটার ফেষ্টিভেল



আমোল পালেকার, রাকেশ বেদী, অভিজিৎ দত্ত, অনন্ত মহাদেবন, দিলনাজ ইরাণীর সাথে এই ফেস্টিভালে অংশগ্রহণ করবেন অনেক বিশিষ্ট নাট্যশিল্পীরা

 দেবযানী পাটিকর ,গুয়াহাটি

আগামী ৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে ৪ৰ্থ গুয়াহাটী থিয়েটার ফেষ্টিভেল, ২০১৯। বৃহস্পতিবার গুয়াহাটী প্ৰেছ ক্লাবে আয়োজিত এক সংবাদমেলযোগে এই কথা ঘোষণা করে থিয়েটার ফেষ্টিভেলের উদ্যোক্তা তথা গুয়াহাটির ইংরাজী সাপ্তাহিক জিপ্লাছ। গুয়াহাটীর মাছখোয়াস্থিত প্ৰাগজ্যোতি সংস্কৃতিক প্রকল্পে এইবার তিন দিবসীয় কাৰ্যসূচীর দ্বারা আয়োজন করা হবে ৪ৰ্থ গুয়াহাটী থিয়েটার ফেষ্টিভেল। ৮ ডিসেম্বরে এই ফেস্টিভালের সমাপন হবে।

উল্লেখ্য যে এই ৩ দিবসীয় থিয়েটার ফেষ্টিভেলে মঞ্চস্থ হবে ৩ টি রাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপটে অতি উচ্চ প্ৰসংশিত মঞ্চনাটক। থিয়েটার ফেষ্টিভেলের প্ৰথম দিনে মঞ্চস্থ হবে জনপ্ৰিয় অভিনেতা রাকেশ বেদীর বহুল চৰ্চিত নাটক ‘পট্টে খুল গয়ে’। হিন্দী ভাষার এই নাটকে অভিনয় করেছে রাকেশ বেদীর সাথে প্ৰবীণ নাট্যশিল্পী অভিজিৎ দত্ত, অনন্ত মহাদেবন প্রমুখ। থিয়েটার ফেষ্টিভেলের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হবে দ্বিভাষিক নাটক ‘দ্য ডেভিল বেরস বাটা’। এই নাটকে অভিনয় করবে ডানিছ ইরাণী, সাজিল পরখ, দিলনাজ ইরাণী, ডরিয়াছ শ্ৰফ প্রমুখ বিশিষ্ট নাট্য শিল্পীরা। নাটক পরিচালনা মেহেরজাদ পেটেলের। ৪ৰ্থ গুয়াহাটী থিয়েটার ফেষ্টিভেলের শেষের দিনে মঞ্চস্থ হবে ইতিমধ্যেই সমগ্ৰ দেশে সমাদৃত তথা প্ৰায় ১৬ বছরের পরে মঞ্চ অভিনয়ের মাঝে ঘুরে আসা বিশিষ্ট অভিনেতা আমোল পালেকারের পরিচালিত, অভিনীত নাট  ‘কসুর – দ্য মিছটেক’। হিন্দী ভাষার এই থ্ৰিলার নাটকের পরেই সমাপন হবে থিয়েটার ফেষ্টিভেলর।

আজ এই থিয়েটার ফেষ্টিভেলর বিষয়ে ঘোষণা করে নাটক মহোৎসবের অধ্যক্ষ তথা উদ্যোক্তা জিপ্লাছর প্ৰকাশক সুনিত জৈন বলে যে, “২০১৬ চনত গুয়াহাটী থিয়েটার ফেষ্টিভেলে আত্মপ্ৰকাশ করার পরে থেকে গুয়াহাটীর সাংস্কৃতিক প্ৰেক্ষাপটে সফলতার সাথে এগিয়ে চলেছে। এই নাটক মহোৎসবের একমাত্ৰ উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের কলাপ্রেমী লোকের বিশ্বমানের নাটকের স্বাদ দেওয়া। প্ৰথম সংস্করনের পরেই স্থানীয় কলাপ্রেমী লোকেদের অনবদ্য উৎসাহ আমাদের উৎসাহিত করে রেখেছে, আশা করি এইবছরও এই নাটকগুলি দৰ্শকের আশা পুরণ করতে সক্ষম হবে।”

ওদিকে বৃহস্পতিবার এক সংবাদমেল সম্বোধন করে উদ্যোক্তা জিপ্লাসের সম্পাদক তথা থিয়েটার ফেষ্টিভেলের পরামৰ্শদাতা স্বপ্নীল ভড়ালীয়ে বলেন যে, “নাটক প্ৰদৰ্শনের সাথে এই থিয়েটার ফেষ্টিভেলে নাটকের কৰ্মশালা আর মত-বিনিময় অনুষ্ঠানের দ্বারা স্থানীয় নাট্যপ্ৰেমী যুৱক-যুৱতীদের নাটক শিক্ষার অনবদ্য সুযোগ প্ৰদান করে আসছে আর এইবারো তার ব্যতিক্ৰম হবেনা।“ উল্লেখ্য যে এইবারের নাটকের কৰ্মশালাসমূহ নুমলীগড় রিফাইনারী লিমিটেড আর ড’নার মন্ত্ৰালয়ের উত্তর-পূর্ব পরিশদের সহযগে ব্ৰহ্মপুত্ৰ ফাউণ্ডেশনের দ্বারা অনুষ্ঠিত হবে। সংবাদমেলে বিশিষ্ট নাট্যকার, পরিচালক তথা থিয়েটার ফেষ্টিভেলের পরামৰ্শদাতা অবিনাশ শৰ্মা ও  উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য যে এইবছর গুয়াহাটী থিয়েটার ফেষ্টিভেলে  যুৱ মহোৎসবে আয়োজন করার সাথে বিভিন্ন মহাবিদ্যালয়ের আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে মঞ্চনাটকের প্ৰচার প্ৰসারের জন্য ‘আগোরার' সাথে জড়িত হয়েছে। এই নাটক মহোৎসবে নাটক প্ৰদৰ্শন করার জন্য এই যুবক নাট্যদলসমূহের মাঝে এটা শ্ৰেষ্ঠ দলকে আমন্ত্ৰণ জনানো হবে। ৪ৰ্থ গুয়াহাটী থিয়েটার ফেষ্টিভেলের সহযোগ করেছে দ্য আসাম ট্ৰিবিউন আর বেলেণ্টাইন্স গল্ফ রিট্ৰিট। সাথে আছে অসম পৰ্যটন, এপ’ল’ হাস্পতাল, পূরবী বেংক অৱ বরোদা, ইণ্ডিয়ান অয়েল আর ভারতীয় জীবন বীমা নিগম। নাটকের টিকটসমূহ গুয়াহাটীর প্রথম শারীর রেষ্টুরেণ্ট, ক’ফি শ্বপ আর বুক মাই শ্ব’যোগে উপলব্ধ হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.