Header Ads

বিশিষ্ট সাংবাদিক হবিবুর রহমান চৌধুরী , অতীন দাস , শান্তনু ঘোষ রা জাতীয় প্রেস দিবসে সরকার পুরস্কৃত করবে




নয়া ঠাহর প্রতিবেদন।এবার ১৬ ই নভেম্বর শিলচরে রাজ্যিক পর্যায়ের রাষ্ট্রীয় প্রেস দিবসের  কেন্দ্রীয়  অনুষ্ঠানটির  আয়োজন করা হয়েছে বরাক উপত্যকার শিলচর শহরে।   অসম সরকার,এবং তথ্য ও জনসংযোগ বিভাগের  উদ্যোগে আয়োজিত  এই  দিবসে বরাক উপত্যকার  বিশিষ্ট 6 জন  সাংবাদিক কে  পুরস্কৃত করা হবে।  বরাক উপত্যকার মন্ত্রী, বিধায়ক , ও গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে  সাংস্কৃতিক জগতের   ব্যাক্তিত্ব  তথা মুখ্যমন্ত্রীর প্রেস উপদেস্টা   ঋষিকেশ গোস্বামী   সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে   দেবেন।  দেশের বিশিষ্ট সাংবাদিক  কে   সুরেশ  উপস্থিত থাকবেন।  এই  দিবসে  বরাক উপত্যকার বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান চৌধরী কে  সম্মান জানানো হবে।  করিমগঞ্জ জেলার একমাত্র বাংলা দৈনিক  নব বার্তা প্রসঙ্গ র সম্পাদক  হবিবুর রহমান চৌধরী   বরাক উপত্যকার   সাংবাদিক   জগতে   এক   শুদ্ধতার    অক্সিজেন এনে দিয়েছেন। তার জগৎ কে  প্রদুষিত হতে   দেন নি।   তিনি    পুরস্কার পাওয়া র উপযুক্ত ব্যাক্তি। এছাড়া বরাকের বিশিষ্ট সাংবাদিক অতীন  দাস, বিশিষ্ট সাংবাদিক শান্তনু ঘোষ, করিমগঞ্জ এর বিশিষ্ট সাংবাদিক অশোক কুমার ভট্টাচার্য, হাইলা কান্দির প্রবীণ সাংবাদিক   দেব দাস পুরকায়স্থ ও সন্তোষ  মজুমদারকে এই বিশেষ পুরস্কার প্রদান করা হবে। বিজেপি সাংসদ রাজদীপ রায়,  বন মন্ত্রী পরিমল  শুক্ল বৈদ্য, বিধানসভার ডেপুটি স্পিকার আমিনুল  হক লস্কর,  বিজেপি বিধায়ক   দিলীপ পাল, জনসংযোগ বিভাগের  ডেপুটি ডিরেক্টর কনকেশ্বর   বুড়াগো হাই, অফিসার  জাহিদ তাপদার প্রমুখ উপস্থিত  থাকবেন বলে জানা  গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.