Header Ads

আবার দুটি হাতির মৃত্যু, একটি চিতা বাঘ কে ট্রানকুলাইজ




নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি।কামরূপ ক্যামাখ্যা পাহাড়ে এক প্রকান্ড চিতা বাঘ ঘুরে বেড়াচ্ছে। ওদিকে আজ ডিব্রুগড় এর পল্টনবাজারে এক বাড়ির রান্না ঘরে প্রায় 8 ঘন্টা ধরে   এক চিতা বাঘ অবস্থান  করছিল। কাজিরঙা থেকে  বন  বিভাগের অফিসার  রা   গিয়ে ট্রানকুলাইজ করে  অচেতন করে করায়ত্ত করে। এদিকে আজও দুটি হাতির  করুন মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ কামরূপের পশ্চিম মানিকপুর অঞ্চলে শাবক সহ এক হাতির   মৃতদেহ   পাওয়া গেছে। বিষ  খাইয়ে  হাতি দুটি কে হত্যা করা   হয়েছে বলে গ্রাম বাসী সন্দেহ প্রকাশ   করেছে। গতকাল  তিনটি হাতির মৃত্যু   হয়েছিল। বন  বিভাগ  নিশ্চিন্তে ঘুমোছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.