বহিরাগত প্রার্থীর শিলচর এনআইটি সহকারী নিবন্ধকের চাকরি প্রায় পাকা !
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই এনআইটি শিলচরে সহকারী নিবন্ধকের চাকরি প্রায় পাকা বর্হিরাজ্যের প্রার্থীর, বিশেষ সূত্র মতে প্রকাশ। অত্যন্ত গোপনে হচ্ছে সর্ম্পূণ নিযোগ প্রক্রিয়া। এনআইটির ওযেবসাইটেও দেওয়া হয়নি সাক্ষাৎকারের জন্য ডাকা প্রার্থীদের নামের তালিকা। এ পর্যন্ত যতগুলো সহকারী নিবন্ধকের নিযুক্তি হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই এনআইটির নিযোগ নিয়ম অনুযায়ী যারা যোগ্য তাদের সবাইকে লিক্ষিত পরীক্ষায় বসতে হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা সাক্ষাৎকারের মাধ্যমে নিযুক্তি পেয়েছেন, নতুবা যারা এনআইটির নিযোগ নিয়ম অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন তারা সাক্ষাৎকারের মাধ্যমে নিযুক্তি পেয়েছেন। কিন্তু বর্তমানে যারা এনআইটির নিযোগ নিয়ম অনুযায়ী যোগ্য তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি এবং এর কারণ কারও জানা নেই। এখানে উল্লেখ্য যে ভূতপূর্ব এনআইটির নির্দেশক নিযুক্তির ক্ষেত্রে স্থানীয়দের প্রাধান্য দিয়েছিলেন। কিন্তু বর্তমান নির্দেশক ছলে বলে কৌশলে যোগ্য স্থানীয়দের বঞ্চিত করে বর্হিরাজ্যের প্রার্থী নিযোগের জন্য উঠেপড়ে লেগেছেন। এর পিছনে কারণ হচ্ছে বর্হিরাজ্যের প্রার্থী নির্দেশকের ঘনিষ্ঠ বৃত্তের বলে অভিযোগ উঠছে না হলে এত গোপনে নিযোগ প্রক্রিয়া চলার কথা নয়। নির্দেশকের এ ধরনের কার্যের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে চা ও পূর্ব চা যুবা সংস্থা।
কোন মন্তব্য নেই