সেরা কালিপূজা সম্মান ২০১৯-র পুরস্কার বিতরণ
সানি রায়, শিলচর : নেতাজী ছাত্র যুব সংস্থার উদ্দোগে গত শুক্রবার কাছাড় জেলা গ্রন্থাগারে শিলচর সেরা কালী পূজা সম্মান ২০১৯ তথা শ্রেষ্ট কালীপূজা কমিটিকে সেরা পুরষ্কার বিতরণ করা হয়। এদিন শুরুতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আকর্ষণীয় অনুষ্টান শিশু শ্রমিকের বিরুদ্ধে একখানা নাটক প্রতিযোগিতা। সন্ধ্যায় আয়োজিত হয় পুরষ্কার বিতরণী তৎসঙ্গে আলোচনা সভাপর্ব। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানীয় অথিতি হিসেবে থাকেন ভারত সেবাশ্রম সংঘের মৃন্ময়ানন্দজী মহারাজ, শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব সহ সংস্থার সভাপতি অশোক কুমার দেব এবং সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা এবং সংস্থার কার্যকলাপ নিয়ে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস ।এদিন সেরা কালীপূজা সম্মান সহ দিনভর আকর্ষণীয় সমস্ত অনুষ্ঠানটির পরিচালনায় থাকেন মিটন বিশ্বাস সহ অনেক ।
কোন মন্তব্য নেই