বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মেঘালয়ের তুরার সাংসদ আগাথা সাংমা
ছবি, সৌঃ ট্যুইটার
ননী গোপাল ঘোষ-- শিলং -- 21 নভেম্বর
মেঘালয়ের তুরার সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আগাথা সাংমা প্রবেশ করলেন নতুন জীবনে । ৩৯ বছরের আগাথার পাত্র ডাঃ পেট্রিক রংমা মারাক। মেঘালয়ার মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও গৃহমন্ত্রী জেমস সাংমার বোন আগাথা ।
প্রয়াত প্রাক্তন লোকসভা অধ্যক্ষ পূর্ণ এ সাংমার কন্যা আগাথার স্বামী ডাঃ পেট্রিক শিলঙের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেল্থ এন্ড মেডিক্যাল সায়েন্সেস - এ কর্মরত রয়েছেন।
দাদা কনরাড সাংমা বোন আগাথার বিয়েতে আবেগঘন টুইট করেছেন । কনরাড লিখেছেন, এটা অত্যন্ত আবেগঘন মুহূর্ত আমাদের জন্য । বাবা আজ গর্ব বোধ করতেন ।
বিয়েতে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও , অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সহ অনেক মন্ত্রী উপস্থিত ছিলেন ।
মেঘালয়ের তুরার সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আগাথা সাংমা প্রবেশ করলেন নতুন জীবনে । ৩৯ বছরের আগাথার পাত্র ডাঃ পেট্রিক রংমা মারাক। মেঘালয়ার মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও গৃহমন্ত্রী জেমস সাংমার বোন আগাথা ।
প্রয়াত প্রাক্তন লোকসভা অধ্যক্ষ পূর্ণ এ সাংমার কন্যা আগাথার স্বামী ডাঃ পেট্রিক শিলঙের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেল্থ এন্ড মেডিক্যাল সায়েন্সেস - এ কর্মরত রয়েছেন।
দাদা কনরাড সাংমা বোন আগাথার বিয়েতে আবেগঘন টুইট করেছেন । কনরাড লিখেছেন, এটা অত্যন্ত আবেগঘন মুহূর্ত আমাদের জন্য । বাবা আজ গর্ব বোধ করতেন ।
বিয়েতে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও , অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সহ অনেক মন্ত্রী উপস্থিত ছিলেন ।









কোন মন্তব্য নেই