Header Ads

বদরপুর আল আমিন অ্যাকাডেমির রজত জয়ন্তী উৎসব চলছে

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : ৪ নভেম্বর থেকে বদরপুর আল আমিন অ্যাকাডেমির রজত জয়ন্তী উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার  এক শোভাযাত্রার  আয়োজন করে। সকাল নয়টায় একাডেমির প্রাঙ্গনে থেকে শোভাযাত্রার সুচনা হয়।সুচনা করেন অ্যাকাডেমির পরিচালন কমিটির সভাপতি নুরুল ইসলাম মাঝারভুইয়া। শোভাযাত্রাটি প্রথমে বদরপুর জাতীয় সড়ক দিয়ে বদরপুর স্টেট ব্যাঙ্ক পর্যন্ত যায়। সেখান থেকে শোভাযাত্রাটি শাহ আদমখাকি মোকাম পর্যন্ত যায়।এর পর  একাডেমির এসে সমাপ্ত হয়। বিশাল এই শোভাযাত্রায় অংশ নেন আল আমিন একাডেমির অধ্যক্ষ মতিউর রহমান, প্রতিষ্টাতা  হিফজুর রহমান, বিলাল আহমদ খাঁ, ডাঃ লুৎফুর রহমান, আল আমিন পরিচালন কমিটির সম্পাদক মারুফ আহমদ সদিওল, প্রাক্তন অধ্যক্ষ ফজলুল করিম, হিফজুর রহমান খাজাম,হবিবুর রহমান রাজু, আহমদ আলি, সেলিম আহমদ,বদরপুর টাউন কমিটির প্রাক্তন চেয়ারম্যান সৈদ কমর উদ্দিন,ফয়জুর রহমান, সিরাজ উদ্দিন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক আব্দুল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রজ্জাক, সামছ আহমদ সহ আল আমিনের বর্তমান পড়ুয়া, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারি, বিশিষ্ট নাগরিক ও শুভাকাঙ্কিরা। নার্সারি শিশুদেরও টুকটুকি গাড়ি করে তাদের কে শোভাযাত্রায় সামিল করা হয়। বদরপুর পুলিশ বিশাল এই শোভাযাত্রায় যাহাতে যানজট সৃষ্টি না হয় সেজন্য ট্রাফিক ব্রাঞ্চ ও শহর ব্রাঞ্চের পুলিশ সহ বিএসএফ কে কাজে লাগিয়েছেন।
গত সোমবার ভোরে সম্পুর্ণ কোরান পাঠের মধ্যে দিয়ে রজত জয়ন্তী উৎসবের  সূচনা হয়। উল্লেখ্য, উনিশ শ চৌরান্নবই সালের আটাশ ফেব্রুয়ারি দেওরাইল মক্তবে অস্থায়ী ভাবে আল আমিন একাডেমির যাত্রা শুরু হয়েছিল। তারপর আরও তিন চারবার স্থান পরিবর্তন করে বর্তমানে নিজস্ব  ছয় বিঘা জমির উপর এই  একাডেমি দাড়িয়ে আছে। প্রতিষ্ঠানটি তার লক্ষ্য- উদ্দেশ্য ও সফলতাকে সামনে রেখে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে পঁচিশ বছর কাল সময় অতিবাহিত করেছে। বিগত পঁচিশ বছর ধরে প্রতিষ্ঠানটি বিভিন্ন সমাজসেবা মূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে।  বারো নভেম্বর হবে বরাকের পাঁচ শতাধিক শিক্ষক ও মোয়াল্লিমদের সংবর্ধনা। এর পর চৌদ্দ নভেম্বর শিশুদিবসের দিন হবে সায়েন্স এগজিবিশন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.