Header Ads

স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পালের প্রতিমূর্তি স্থাপন

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের বিশেষ কর্ণধার সংগ্রামী বিপিন পালের ১৫৬তম জন্মবাষিকী এবার বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এক প্রতিমুর্তি  পুনঃস্থাপন  করা হয়। ১৮৫৮ সনে জন্ম নিয়েছিলেন এই সংগ্রামী অধুনা বাংলাদেশের হবিগঞ্জ জিলার পইল গ্রামে। রাজনৈতিক নেতা, সাংবাদিক, সমাজ সংস্কারক সাহিত্যিক হিসাবে সমাজের কাছে ছিলেন। উনার এই জন্ম অনুষ্ঠানের সভাপতিত্ব করলেন পৌরসভার চেয়ারম্যান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর।
এই বিশেষ দিনে বৃিটিশের বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রামী  বিপিন পালের প্রতি শ্রদ্ধা ও প্রনাম নিবেদন করেন পৌরসভার চেয়ারম্যান  মাননীয় নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর, প্রাক্তন কেন্দ্রীয়  মন্ত্রী  কবীন্দ্র পুরকায়স্থ,আসামে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দিলীপ পাল, বিশিষ্ট কবি-সাহিত্যিক অতীন দাস, দৈনিক সাময়িক প্রসঙ্গের কর্ণধার তৈমুর রাজা চৌধুরী,ডিডিসি জে আর লালসিম, কার্যবাহী অভিযন্তা নীহার রঞ্জন পাল প্রমুখ। এদিনের সভায় সদরঘাটের নয়া বরাক সেতুর নামকরণ বিপিন পালের নামে করার দাবি তোলেন তাঁরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.