Header Ads

ফ্লোরিডায় বোমা হামলার পরিকল্পনা, গ্রেফতার বাংলাদেশি-আমেরিকান

 নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 
দুই কলেজ কর্মকর্তার ওপর বোমা হামলার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রেফতার হয়েছে বাংলাদেশি-আমেরিকান এক যুবক। ধৃত সালমান রশিদ (২৩) এর বিরুদ্ধে 'ইসলামী আইন' প্রতিষ্ঠার অভিযোগ রয়েছে।

ছবি, সৌঃ ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নর্থ মিয়ামি বিচের বাসিন্দা রশিদ একটি সহিংস অপরাধ ঘটাতে অপর এক ব্যক্তির সঙ্গে পরামর্শ করেছেন।

ধৃতের বিরুদ্ধে অভিযোগ, মিয়ামি ডাডে কলেজ ও ব্রাওয়ার্ড কলেজের দুই ডিনকে হামলার পরিকল্পনা করছিলেন। এই প্রতিষ্ঠান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। এক আন্ডারকাভার এফবিআই এজেন্টকে রশিদ বলেছেন ‘যত বড় সম্ভব’ হামলা করতে চান।

আদালতের নথি অনুসারে, ২০১৮ সালের এপ্রিলে রশিদের বিরুদ্ধে এফবিআই তদন্ত শুরু করে তার ফেসবুক পোস্ট পর্যালোচনার পর। এক ফেসবুক পোস্টে তিনি ‘সহিংস পন্থায় গণতন্ত্র উৎখাত ও ইসলামিক আইন প্রতিষ্ঠা’র কথা বলেছেন।

এফবিআই আরও জানতে পারে যে, মিয়ামি ডাডে কলেজের এক নারী শিক্ষার্থীকে রশিদ এক বার্তায় হুমকি দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর মতে জানা গেছে- ওই বার্তায় রশিদ ওই মেয়েকে ব্যর্থ ভালোবাসার অনুভূতির কথা লিখেছেন। আদালতের নথিতে ওই বার্তার কিছু অংশ তুলে ধরা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘তোমার কোনও অজুহাত থাকবে না, কোনও পছন্দ করার সুযোগ থাকবে না এবং তোমাকে আমার কাছে আসতেই হবে’।


এই হয়রানির ঘটনায় রশিদের বিরুদ্ধে ওই শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। ২০১৮ সালের ডিসেম্বরে তাকে কলেজ থেকে বরখাস্ত করা হয়। পরে ব্রাওয়ার্ড কলেজও তাকে বহিষ্কার করে পূর্বে কলেজে শৃঙ্খলাভঙ্গের বিষয়টি না প্রকাশ করার জন্য।

২০১৯ সালের মে মাসে রশিদ এক আন্ডারকাভার সোর্সকে ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে এবং ওই আইএস সদস্যদের তার হয়ে সন্ত্রাসী হামলা চালাতে বলেন।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, পুরো গ্রীষ্ম ও শরৎ কালজুড়ে রশিদ ওই গোপন সোর্সকে চালাতে থাকে। এবং ইঙ্গিত দেন ধর্মীয় স্থাপনা বা নৈশক্লাবে হামলা ‘জুতসই’ হতে পারে।

রশিদের অনুরোধের প্রেক্ষিতে এফবিআই আরও একজন আন্ডারকাভার অপারেটরকে তদন্তে নিয়োগ করে। ওই ব্যক্তি  নিজেকে আইএসের একজন সদস্য হিসেবে ও হামলা চালাতে আগ্রহী বলে উপস্থাপন করে।

নভেম্বরের ৮-৯ তারিখ রশিদ দুই কলেজের ডিনকে হামলার লক্ষ্য হিসেবে তাদের কাছে তুলে ধরে এবং বোমা রাখার স্থান চিহ্নিত করে দেয়।
দোষী সাব‍্যস্ত হলে রশিদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। বুধবার তার বিচারপূর্ব আটক শুনানি হওয়ার কথা।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.