Header Ads

সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে কংগ্রেস !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
আযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে সন্তুষ্ট কংগ্রেস। জানাল, বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে তারা। একই সঙ্গে অযোধ্যার রায় পরবর্তী পরিস্থিতিতে দেশে
শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছে দেশের প্রধান বিরোধী
দল।

শনিবার এক রায়ে অযোধ্যার বিতর্কিত জমি 'রামলালা'র বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। রায়ের পর কংগ্রেস মুখপাত্র রনদীপ সূরজেওয়ালা বলেন, শীর্ষ আদালতের রায়ে অযোধ্যায় রাম মন্দির তৈরির দরজা খুলল। দেশের প্রতিটি মানুষের এই রায় মেনে নেওয়া উচিত বলেও জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র। শনিবার দিল্লিতে কার্যকরী কমিটির বৈঠক শেষে মামলার সঙ্গে সম্পর্কিত বাদি-বিবাদি সব পক্ষকেই দেশের সংবিধান স্বীকৃত সম্প্রীতি ও সৌজন্য বজার রাখার আবেদন করেছে কংগ্রেস। দেশের প্রতিটি সম্প্রদায়কে একে অপরের প্রতি শ্রদ্ধা অক্ষুন্ন রাখতে বলেছে দেশের প্রধান বিরোধী দল।
একই সঙ্গে এই রায় বিজেপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির মুখে রাজনীতি করার দরজা বন্ধ করেছে বলেও দাবি করেছেন রনদীপ। কারণ এই মুহূর্তে রাজনীতি নয়, দেশের প্রত্যেক মানুষের ভাবনাকে প্রাধান্য দেওয়াই প্রধান কাজ হবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, কংগ্রেস সেই ভাবনাতেই বিশ্বাস
করে।
উল্লেখ্য, ১৯৯২ সালে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দেওয়া নিয়ে শুরু হওয়া বিতর্ক চলে দুই দশকেরও বেশি সময় ধরে। সেই সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস। দেশের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি নরসিমা রাও। অযোধ্যার বাবরি মসজিদ ভাঙা নিয়ে দেশের জুড়ে শুরু হওয়া অশান্তি তৎকালীন প্রধানমন্ত্রী চাইলেই নিয়ন্ত্রণ করতে পারতেন বলে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে। তা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.