Header Ads

মন্ত্রী সুম রংহাংয়ের কনভয়ের গাড়ি দূর্ঘটনা গ্রস্ত ঘটনাস্থলেই মৃত্যু দেহরক্ষীর

                 
 বিপ্লব দেব, হাফলংঃ রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী সুম রংহাংয়ের কনভয়ের গাড়ী দূর্ঘটনা গ্রস্ত হওয়ার ফলে ঘটনা স্থলেই মৃত্যু ঘটে মন্ত্রীর দেহরক্ষীর। বকুলীয়া ঘাট পুলিশ থানার অন্তর্গত রাজপাথারে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ রাজ্যের পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী সুম রংহাংয়ের কনভয় গাড়ী দূর্ঘটনার কবলে পড়লে ঘটনা স্থলেই মৃত্যু ঘটে মন্ত্রীর দেহরক্ষী রামসিং টেরাংয়ের।

 জানা গেছে মঙ্গলবার রাতে বকুলিয়া ঘাটের কাসমারীতে রাস মহোৎসবে যোগ দিয়ে মন্ত্রীর কনভয় ফিরে আসার পথে এএস০এফ ৬১৭৭ নম্বরের ইনভা গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে ধরমতলের কাছে একটি সেতুর নীচে পড়ে গেলে মৃত্যু হয় মন্ত্রীর দেহরক্ষীর। উল্লেখ্য দূর্ঘটনা গ্রস্ত গাড়ীটির পিছনেই আসছিল মন্ত্রী সুম রংহাংয়ের গাড়ী তবে এতে পার্বত্য এলাকা উন্নয়ন মন্ত্রী সুম রংহাংয়ের কোনও ক্ষতি হয়নি। এদিকে দূর্ঘটনায় দেহরক্ষীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী সুম রংহাং।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.