Header Ads

তথ্য জানার অধিকার আইনের আওতায় এল প্রধান বিচারপতির অফিসও

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- বুধবার এক রায়ে শীর্ষ আদালত জানাল , প্রধান বিচারপতির অফিসও এবার আসবে তথ্য জানার অধিকারের আওতায় । পাঁচ বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চ এই রায় দিয়েছে। বেঞ্চের শীর্ষে ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ।
ছবি, সৌঃ ইন্টারনেট
 ১০ জানুয়ারি ২০১০ সালে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল , প্রধান বিচারপতির অফিস তথ্য জানার অধিকারের আওতায় আসা উচিত ।




হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় জনসংযোগ আধিকারিক । দীর্ঘ রায়ে জানানো হয়,  বিচার বিভাগের  স্বাধীনতা কোনও বিচারপতির স্বাধিকার নয়  বরং এর দায়িত্ব   তাঁর উপরেই বর্তায় ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.