Header Ads

বিজেপির সঙ্গে ১৪৫ বিধায়ক ! রাষ্ট্রপতি শাসনের পরই মহারাষ্ট্রে সরকার গড়ার বার্তা !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপিই। বিজেপি সাংসদ নারায়ণ রানের দাবি, তাঁদের সঙ্গে রয়েছে ম্যাজিক ফিগার। আবারও বিজেপিই ক্ষমতায় আসতে চলেছে মহারাষ্ট্রে। মঙ্গলবার রাষ্ট্রপতি শাসন জারির পর বিজেপির পক্ষ থেকে এই দাবি বিশেষ তাৎপর্যপূর্ণ ! রাজ্যপালের সিদ্ধান্ত যে বিজেপিকে ফের অক্সিজেন দিয়েছে, তা-ই প্রমাণ করে সাংসদের মন্তব্য।

নারায়ণ রানে বলেন, বিজেপির সঙ্গে বর্তমানে ১৪৫ জন বিধায়ক রয়েছেন। ফলে তাঁদের ক্ষমতায় আসা কোনও সমস্যা হবে না। শিবসেনাকে ছাড়াই তারা ক্ষমতায় আসতে পারবে। বিজেপি সাংসদের কথায়, কংগ্রেস ও এনসিপি ভুল বোঝাচ্ছে শিবসেনাকে। সিবসেনা মূর্খের স্বর্গে বাস করছে। বিজেপির সঙ্গ ছেড়ে মস্ত ভুল করেছে শিবসেনা। তাদের এবার ভুগতে হবে।
এদিকে কংগ্রেস দাবি করেছে, কংগ্রেস ছাড়া স্থায়ী সরকার সম্ভব নয় মহারাষ্ট্রে। সেই লক্ষ্য নিয়েই এনসিপি ও শিবসেনার সঙ্গে আলোচনা চলছে। অর্থাৎ প্রাকান্তরে মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি-শিবসেনার জোট সরকার হতে পারে, এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা আহমেদ প্যাটেলও।
রাষ্ট্রপতি শাসনের মধ্যেই মহারাষ্ট্র সরকার গঠনের জন্য আলোচনা চলবে বলে সম্মিলিতভাবে জানিয়ে দিল কংগ্রেস ও এনসিপি। মঙ্গলবার যৌথ সাংবাদিক বৈঠক করে শারদ পাওয়ার ও আহমেদ প্যাটেল রাষ্ট্রপতি শাসন জারির সমালোচনা করেন। কংগ্রেস ও এনসিপি উভয়েই জানায়, এনসিপিকে দেওয়া সময় এখনও অতিবাহিত হয়নি। তার মধ্যেই কী করে রাষ্ট্রপতি শসান জারি করা হল। তারপর কংগ্রেসকে আমন্ত্রণ জানানো উচিত ছিল রাজ্যপালের, তাও জানাননি রাজ্যপাল।
কংগ্রেসের অভিযোগ, আদালতের নির্দেশ মানেনি বিজেপি। আর রাজ্যপাল সংবিধান মানার আগে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন করতেই ব্যস্ত। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যপাল ডাকার পর বিজেপি জানিয়েছিল, তারা সরকার গড়তে অপারগ। দুদিনের মধ্যেই পরিবর্তন হয়ে গেল পুরো চিত্রটাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.