Header Ads

লন্ডন ব্রিজে হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে কৈশোরে পাকিস্তানে কাটানো উসমান খানকে

 
 ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 30 নভেম্বর
জঙ্গিগোষ্ঠী আল কায়দার ভাবধারায় অনুপ্রাণিত উসমান  খান লন্ডন ব্রিজ হামলায় জড়িত বলে জানাল লন্ডনের পুলিশ । ২০১০  সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে  হামলার ঘটনায় জড়িত ছিল উসমান । এর জন্য ১৬  বছরের জেল হয়েছিল তার। মাত্র গতবছরই প্যারোলে মুক্তি পায় সে।

লন্ডন ব্রিজে হামলা চালিয়ে দু'জনকে হত্যা করেছিল উসমান । রটেছিল বোমা বাঁধা পোশাক পরে রয়েছে উসমান ।
স্কটল্যান্ড ইয়ার্ডের এসিট্যান্ট কমিশনার এবং কাউন্টার টেররিজম পুলিশের প্রধান ভারতীয় বংশোদ্ভুত বাঙালি নীল বসু জানান, শুক্রবার লন্ডন ব্রিজের কাছে ঐতিহাসিক ফিসমোঙ্গার হলে একটি অনুষ্ঠানে হাজির ছিল উসমান খান ।

২০১২ সালে সাজা ঘোষণার সময় উসমান খানকে সিরিয়াস জেহাদি বলে মন্তব্য করেছিলেন বিচারক । ২৮ বছরের উসমানকে সাধারণ মানুষের জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেছিলেন বিচারক ।
উসমানের কৈশোর কেটেছে পাকিস্তানে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.