Header Ads

আজাদের মূর্তি সরিয়ে নেতাদের মূর্তি বসাল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার ! ক্ষোভ প্রকাশ জনগণের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 

কংগ্রেস পার্টি আরো একবার তাদের নিন্মস্তরের রাজনীতি দেখিয়েছে। এবার দেশের স্বাধীনতা সংগ্রামী, দেশের বলিদানিদের অপমান করেছে মধ্যেপ্রদেশের কংগ্রেস সরকার। অমর বালিদানি চন্দ্রশেখর আজাদ সেই মহাবালী যোদ্ধা যিনি ভারত মাতাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন। দেশকে স্বাধীন করার জন্য তিনি নিজের জীবনকেও উৎসর্গ করে দিয়ে ছিলেন। চন্দ্রশেখর আজাদ যার নামে ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ সেনাবাহিনী কাঁপতো।সেই চন্দ্রশেখর আজাদ যিনি ভারতে বীরত্ব, ত্যাগ, পরাক্রম এবং জীবনের একটি স্বতন্ত্র প্রতিমা এবং যার নাম নিলে গায়ে কাটা দিয়ে ওঠে।
 
চন্দ্রশেখর আজাদের সেই ভারতে অপমান করা হয়েছে, যে ভারতকে মুক্ত করার জন্য তিনি নিজের জীবন দিয়েছিলেন। আর আজাদের এই অপমান সেই রাজ্যে সংঘটিত হয়েছে যেখানে আজাদ জন্মগ্রহণ করেছিলেন ! তথ্য মতে, বলিদানি চন্দ্রশেখর আজাদের জন্মগ্রহণকারী রাজ্যে মধ্য প্রদেশের রাজধানী ভূপালের একটি জায়গা থেকে তাঁর মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছে। আজাদের মূর্তির জায়গায় কংগ্রেসের নেতা ও পূর্ব মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের মূর্তি লাগানো হয়েছে। যা নিয়ে জনসমাজে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে।
ভোপাল মিউনিসিপাল কর্পোরেশন নানকায় পেট্রোল পাম্প তিরাহে প্রাক্তন সিএম অর্জুন সিংয়ের মূর্তিটি চন্দ্রশেখর আজাদের প্রতিমার পরিবর্তে প্রতিস্থাপন করেছে। ট্রাফিক ব্যবস্থাপনার নামে পৌর কর্পোরেশন আজাদের মূর্তি সরিয়ে নিয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই বিষয়টি নিয়ে টুইট করে বলেছেন যে মধ্য প্রদেশের মহান বিপ্লবী চন্দ্রশেখর আজাদের মূর্তির সাথে এ জাতীয় আচরণ বিব্রতকর। এই ধৃষ্টতার জন্য দোষীদের কঠোর শাস্তি প্রদান করা উচিত এবং ভারতের বীর পুত্র আজাদের মূর্তি সম্মানের সাথে ফের ঐ জায়গায় স্থাপন করা উচিত নাহলে দেশ তাদের কোনোদিন ক্ষমা করতে পারবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.