শিলঙে বিধ্বংসী আগুনে ভস্মীভূত শতবর্ষ পুরনো গীর্জা, মৃত দুই
ননী গোপাল ঘোষ -
রবিবার কাকভোরে শিলঙের কোয়ালাপট্টি এলাকায় ' চার্চ অফ গড '- এ আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় শতবর্ষ পুরনো গীর্জাটি। আগুন এতটাই বিধ্বংসী ছিল যে ধোঁয়ার জেরে দমবন্ধ হয়ে মারা যান পাশের বাড়িতে থাকা এক দম্পতি ।
আগুন লাগার খবর পেয়ে দমকল ছুটে আসার আগেই গোটা গীর্জায় আগুন ছড়িয়ে পড়ে । নিমিষেই ভস্মীভূত হয়ে যায় ১৯০২ সালে প্রতিষ্ঠিত চার্চ অফ গড।









কোন মন্তব্য নেই