শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জিতে গেলেন গোতাবায়া রাজাপক্ষ
ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক --
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জিতে গেলেন গোতাবায়া রাজাপক্ষ । এর ফলে শ্রীলঙ্কার ক্ষমতার রাশ ফের একবার চলে গেল রাজাপক্ষ পরিবারের হাতে । গোতাবায়া হারিয়ে দিলেন শ্রীলঙ্কার রাজনীতির আর এক প্রভাবশালী পরিবার প্রেমদাসা পরিবারের সদস্য সাজিথ প্রেমদাসাকে।
গোতাবায়ার ভাই মহিন্দা রাজাপক্ষেও ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি । মহিন্দার আমলেই শ্রীলঙ্কার সেনার প্রবল আক্রমণে মৃত্যু হয়েছিল তামিল টাইগারদের নেতা প্রভাকরনের । সে সময় শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব ছিলেন গোতাবায়া ।
রাজাপক্ষে পরিবারের সঙ্গে পুরনো ঘনিষ্ঠতা রয়েছে বেজিংয়ের । তাই গোতাবায়ার পরবর্তী পদক্ষেপের দিকে কড়া নজর থাকবে দিল্লিরও। মহিন্দার আমলে চিন অনেকটা কাছাকাছি চলে এসেছিল শ্রীলঙ্কার ।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জিতে গেলেন গোতাবায়া রাজাপক্ষ । এর ফলে শ্রীলঙ্কার ক্ষমতার রাশ ফের একবার চলে গেল রাজাপক্ষ পরিবারের হাতে । গোতাবায়া হারিয়ে দিলেন শ্রীলঙ্কার রাজনীতির আর এক প্রভাবশালী পরিবার প্রেমদাসা পরিবারের সদস্য সাজিথ প্রেমদাসাকে।
গোতাবায়ার ভাই মহিন্দা রাজাপক্ষেও ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি । মহিন্দার আমলেই শ্রীলঙ্কার সেনার প্রবল আক্রমণে মৃত্যু হয়েছিল তামিল টাইগারদের নেতা প্রভাকরনের । সে সময় শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব ছিলেন গোতাবায়া ।
রাজাপক্ষে পরিবারের সঙ্গে পুরনো ঘনিষ্ঠতা রয়েছে বেজিংয়ের । তাই গোতাবায়ার পরবর্তী পদক্ষেপের দিকে কড়া নজর থাকবে দিল্লিরও। মহিন্দার আমলে চিন অনেকটা কাছাকাছি চলে এসেছিল শ্রীলঙ্কার ।
২০২০ সালে রয়েছে শ্রীলঙ্কার সংসদীয় নির্বাচন । মনে করা হচ্ছে ওই নির্বাচনে মহিন্দা রাজাপক্ষ নামতে পারেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে। সেই নির্বাচনে মহিন্দা জিতে গেলে শ্রীলঙ্কার ক্ষমতার রাশ পুরোপুরি চলে যাবে রাজাপক্ষে পরিবারের হাতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন গোতাবায়া রাজাপক্ষকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন গোতাবায়া রাজাপক্ষকে।









কোন মন্তব্য নেই