সৌদি রাজকন্যা বাসমাহ সৌদি নিখোঁজ আট মাস ধরে
ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 20 নভেম্বর
চলতি বছরের মার্চ মাস থেকে নিখোঁজ সৌদি রাজকন্যা বাসমাহ বিনতে সৌদ। বাসমাহ সৌদি রাজপরিবারের সমালোচক হিসাবে পরিচিত । ডয়েচে ম্যালেরিয়া খবর অনুযায়ী বাসমাহের ঘনিষ্ঠজনেরা দাবি করেছেন , সৌদি সরকার তাঁকে বন্দি করে রেখেছে ।
চিকিৎসার জন্য বাসমাহর সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল । গত বছরের 18 ডিসেম্বর চিকিৎসার জন্য কন্যা সহ সুইজারল্যান্ড যাওয়ার ছাড়পত্র পান বাসমাহ। তবে যেদিন তাঁর যাওয়ার কথা ছিল সেদিন তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে বাসমাহকে নামিয়ে আনা হয় বিমান থেকে ।
বাসমাহর আইনজীবী জানিয়েছেন, কয়েকবার ফোন করার পর বাসমাহর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তিনি । তবে বাসমাহ তেমন কিছু বলেননি । আইনজীবী বলেন , বাসমাহর কথা শুনে মনে হয়েছে তিনি বন্দি অবস্থায় আছেন ।
সৌদি সরকার এই বিষয়ে কোন মন্তব্য করেনি । বাসমাহ বিনতে সৌদ বহুদিন ধরে সৌদি আরবের সাংবিধানিক সংস্কার ও ওই অঞ্চলে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছেন।
চিকিৎসার জন্য বাসমাহর সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল । গত বছরের 18 ডিসেম্বর চিকিৎসার জন্য কন্যা সহ সুইজারল্যান্ড যাওয়ার ছাড়পত্র পান বাসমাহ। তবে যেদিন তাঁর যাওয়ার কথা ছিল সেদিন তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে বাসমাহকে নামিয়ে আনা হয় বিমান থেকে ।
বাসমাহর আইনজীবী জানিয়েছেন, কয়েকবার ফোন করার পর বাসমাহর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তিনি । তবে বাসমাহ তেমন কিছু বলেননি । আইনজীবী বলেন , বাসমাহর কথা শুনে মনে হয়েছে তিনি বন্দি অবস্থায় আছেন ।
সৌদি সরকার এই বিষয়ে কোন মন্তব্য করেনি । বাসমাহ বিনতে সৌদ বহুদিন ধরে সৌদি আরবের সাংবিধানিক সংস্কার ও ওই অঞ্চলে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছেন।









কোন মন্তব্য নেই