Header Ads

বাংলায় এনআরসি হবে না, চিন্তার কোনও কারণ নেই, এনআরসি নিয়ে অমিতকে পাল্টা তোপ মমতার

 ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহর সঙ্গে বৈঠকের পরে এনআরসি নিয়ে কিছুটা নরম মনোভাব দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন তিনি ফের সরব হয়েছেন এনআরসি বিরোধিতায়। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফের কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন। জানিয়ে দিলেন, আর কোথাও যাই হোক না কেন, বাংলা মানবিকতা-সংস্কৃতির জায়গা। এখানে এনআরসি হবে না। কারও ভয় পাওয়ার দরকার নেই।

এদিনই সংসদের শীতকালীন অধিবেশনে এনআরসি নিয়ে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, সারা দেশে এনআরসি হবে। তার পরেই মুর্শিদাবাদের সাগরদীঘিতে এনআরসির বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, ‘‘কিছু লোক বদমায়েশি করে এনআরসির নাম করে নানা ভাবে উত্যক্ত করছে আপনাদের। একটা কথা মনে রাখবেন, বাইরের আমদানি করা কোনও নেতার কথা বিশ্বাস করবেন না। সে হিন্দুই হোক, মুসলমানই হোক। বিশ্বাস করবেন আমরা যারা মাটিতে থেকে লড়াই করি, আমরা আপনাদের পাশে আছি। বাংলায় এনআরসি হবে না। চিন্তা করার কোনও কারণ নেই। আপনারা প্রত্যেকে এ দেশের নাগরিক। একটা লোককেও এখান থেকে বিতাড়িত করতে দেব না।’’



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.