Header Ads

বরাকের পাঁচশোর বেশি কৃতী শিক্ষককে 'আল-আমিনের সম্মাননা প্রদান

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : সিলভার জুবিলী উপলক্ষে বরাক উপত্যকার কৃতী শিক্ষক ও মোয়াল্লিমদের সম্মাননা প্রদান করল বদরপুরের আল আমিন অ্যাকাডেমি। সোমবার শতাধিক স্কুল, কলেজে ও মক্তব শিক্ষকদের “টিচার এওয়ার্ড” ও “মোয়াল্লিম এওয়ার্ডে” ভূষিত করা হয়। এলপি, এমই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের আদর্শ শিক্ষক সহ বেশ কয়েকটি ছবাহী মক্তবের মোয়াল্লিমদেরকে এই এওয়ার্ড প্রদান করা হয়।
সোমবার সকাল ১০টা থেকে কোরান পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অ্যাকাডেমি পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম মাঝারভুইয়ার পৌরহিত্যে অনুষ্ঠানের শুরুতে দিল্লি থেকে আগত মুখ্য অতিথি সপ্তাহিক রেডিয়ান্স্ ম্যাগাজিনের সম্পাদক ইজাজ আহমদ আসলাম প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন।
তিনি পবিত্র কোরানের শিক্ষা মূলক আয়াত পাঠ করে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিষদ আলোচনা করেন। বলেন, ভারতের মুসলমানরা শিক্ষার দিক দিয়ে এমনিতে পিছনে। আর আসামের মুসলমানরা আরও বেশি শিক্ষার দিক দিয়ে অনুন্নত। তিনি বরাক উপত্যকার বদরপুরে আল আমীন  অ্যাকাডেমির মতো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠায় সন্তুষ্টি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এধরনের শিক্ষা প্রতিষ্ঠান জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে সক্ষম।
উল্লেখ্য, বদরপুর আল আমিন আজ বরাকের ৫০০ শিক্ষককে “টিচার এওয়ার্ড ”র মাধ্যমে সংবর্ধনা দেয়। এদের মধ্যে এলপি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষকের সংখ্যা প্রায় ৩০০।  বাকি দু‘শো জন হচ্ছেন বরাকের বিভিন্ন ছবাহী মক্তবের শিক্ষক।কলেজ শিক্ষকদের মধ্যে আলগাপুর এএলসি কলেজের বাংলা বিভাগের ডঃ নিজাম উদ্দিন এবং ইংরেজির সাকিল আহমদকে মানপত্র প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.