মহারাষ্ট্ৰে রাষ্ট্ৰপতি শাসন! রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সৰ্বোচ্চ আদালতের দ্বারস্থ শিবসেনা
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ মহারাষ্ট্ৰে ঘন ঘন পরিবৰ্তন হচ্ছে রাজনৈতিক প্ৰেক্ষাপট। নির্বাচনের ফল প্রকাশের তিন সপ্তাহ পরেও ওই রাজ্যে কোনও দলই সরকার গড়তে পারল না। ফলত সেখানে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
রাজ্যপাল ভগত সিংয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে শীৰ্ষ আদালতের দ্বারস্থ হল শিবসেনা। সরকার গঠনের জন্য শিবসেনাকে রাজ্যপাল কম সময় দিয়েছে বলে অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্যপাল থেকে শিবসেনা ৪৮ ঘন্টা সময় চেয়েছিল। কিন্তু রাজ্যপাল সেই অনুরোধ মেনে নেননি। মহারাষ্ট্ৰে রাষ্ট্ৰপতির শাসন চেয়ে কেন্দ্ৰীয় সরকারের কাছে চিঠি লিখেছেন রাজ্যপাল। কেন্দ্ৰ সরকার রাজ্যপালের আবেদন মঞ্জুর করেছে।
কোন মন্তব্য নেই