Header Ads

মেঘালয়ের খাসি পাহাড় স্বশাসিত জেলা পরিষদে ক্ষমতা হারাল রাজ্যের শাসকজোট

ননী গোপাল ঘোষ -- 22 নভেম্বর
মেঘালয়ের খাসি পাহাড় স্বশাসিত জেলা পরিষদে নিজেদের  ক্ষমতার রাশ হারাল  রাজ্যের শাসকজোট মেঘালয় ডেমোক্র্যাটিক এলায়েন্স (এমডিএ )। শুক্রবার মুখ্য কার্যবাহী সদস্যের নির্বাচন থেকে সরে দাঁড়ান বিদায়ী মুখ্য কার্যবাহী সদস্য টেইনওয়েল ডখার। নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে সরে দাঁড়ান টেইনওয়েল । যার ফলে নতুন মুখ্য কার্যবাহী সদস্য নির্বাচিত হন লাতিপ্লাং খারখংগর। লাতিপ্লাং  জেলা পরিষদের নির্দল সদস্য ।



এরপর জেলা পরিষদের চেয়ারম্যান পি এন সিয়েম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মুখ্য কার্যবাহী সদস্য হিসাবে লাতিপ্লাঙের নাম। ২৯ সদস্যের জেলা পরিষদে ১৫ সদস্যের সমর্থন রয়েছে লাতিপ্লাঙের দিকে ।


রাজ্যের শাসকজোট এমডিএ -র জন্য খাসি পাহাড় স্বশাসিত  জেলা পরিষদে ক্ষমতা হারানো বিরাট ধাক্কা । কারণ লাতিপ্লাঙের সমর্থক জেলা পরিষদের সদস্যদের বেশিরভাগই রাজ্যের বিরোধী দল কংগ্রেসের । রাজ্যে কংগ্রেস বিরোধী জোট সরকার ক্ষমতায় থাকা সত্বেও জেলা পরিষদের ক্ষমতা হারাতে হল এনপিপি ও ইউডিপি -কে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.