Header Ads

এনআইটিতে নিয়োগের সংরক্ষণ নীতি মানা হচ্ছে না !

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর :  চা ও পূর্ব চা যুবা সংস্থা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে একটি স্মারকপত্র বুধবার পেশ করে অভিযোগ জানায় যে  ভারত সরকারের নিয়ম অনুযায়ী সব কেন্দ্রীয় সংস্থানে  এসসী, এস,টি লিয়াসন অফিসার নিয়োগ করতে হয়, কিন্তু শিলচর এনআইটিতে লিয়াসন অফিসার নিয়োগ করা হয়নি। এক্ষেত্রে ভারত সরকারের নিয়ম লঙ্ঘিত হচ্ছে। মার্চে এনআইটি শিলচর বেশ কয়েকটি পদে আবেদন চেয়ে একটি বিজ্ঞাপন দেয়। কিন্তু সেই বিজ্ঞাপনে একটি ও পদ এসসী, এসটি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষীত রাখা হয়নি যা ভারত সরকারের সংরক্ষণ নীতির উলঙ্ঘন। এর ফলে সংরক্ষীত  শ্রেণীর প্রার্থীরা বয়স ও শৈক্ষিক যোগ্যতায প্রাপ্ত ছাড় থেকে বঞ্চিত হয়। পদগুলির সংরক্ষণ এর বিবরণ স্পষ্ট না থাকায় অনেক যোগ্য প্রার্থী আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়। 
অদ্য অনুষ্ঠিত হতে চলা সহকারী নিবন্ধকের সাক্ষাৎকারের ক্ষেত্রেও ভারত সরকারের সংরক্ষণ নীতি উলঙ্ঘিত হয়েছে। কারণ যে দুটি পদের সাক্ষাৎকার হতে চলছে  তার একটি এসসী ও অপরটি অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষীত  হওয়ার কথা। কিন্তু সেই দুইটি পদে সাধারণ শ্রেণীর প্রার্থীদের নিযুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক্ষেত্রে ও ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এসসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা।এছাড়া ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ও ভারত সরকারের সংরক্ষণ নীতি মানা হচ্ছে না বলে স্মারক পত্রে উল্লেখ করা হয়। স্মারকপত্র এও উল্লেখ করা হয় যে ভারত সরকারের নিয়ম অনুযায়ী যে কোনো নিযুক্তি প্রক্রিয়া বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হয়। কিন্তু এক্ষেত্রে ও ভারত সরকারের নীতি উলঙ্ঘন করা হয়েছে। শিলচর এনআইটিতে অশিক্ষক অস্থায়ী পদে হওয়া অবৈধ নিযুক্তির বিষযে ও অভিযোগ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.